০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

সাজিদ চ্যাম্পিয়ন

-

ঢাকার পাকিস্তান হাইকমিশন গতকাল হাইকমিশন প্রাঙ্গণে দ্বিতীয় বারের মত মিয়াঁ সুলতান খান দাবা টুর্নামেন্টের আয়োজন করে। বাংলাদেশ দাবা ফেডারেশন সার্বিক সহযোগিতায় ছিল। বার্ষিক এই টুর্নামেন্টটি পাকিস্তানের কিংবদন্তি দাবাড়ু মিয়াঁ সুলতান খানের সম্মানস্বরূপ। এই টুর্নামেন্টে কূটনৈতিক সম্প্রদায়, পেশাজীবী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার ২০০ জন দাবা খেলোয়াড়ের অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টে সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন এবং মনন রেজা নীড় রানার্সআপ হন । সুব্রত বিশ্বাস এবং নাঈম হক যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জন করেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ টুর্নামেন্টের বিজয়ী এবং সেরা পারফর্মারদের ট্রফি এবং নগদ পুরস্কার প্রদান করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টার খেলোয়াড় রানী হামিদ।

 

 


আরো সংবাদ



premium cement