০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

জাল টিকিটে সয়লাব মিরপুর

-

কোন দিক সামলাবে, কিভাবে সামলাবে। বিসিবি ও বিপিএল কমিটি যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে। টিকিটি নিয়ে কেলেঙ্কারি শুরু থেকেই। বিপিএলের শুরুতে টিকিট না পাওয়ার বেদনায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লাঠিপেটা-এমনটি সেনাবাহিনীর হস্তক্ষেপ। ফাইনালে সব কিছু ছাড়িয়ে নকল টিকিটে সয়লাব। অনেক বেশি দামে টিকিট কেটেও প্রতারিত হয়েছেন দর্শকরা। বেলা সাড়ে ৩টা থেকে গেট খোলা হলে প্রথম অবস্থায় টের পাওয়া যায়নি। পরবর্তীতে দর্শকদের চাপে সন্দেহ তৈরি হলে স্ক্যান করা হয়। তাতেই শনাক্ত হয় জাল টিকিট।

বরিশালকে সাপোর্ট করতে সাভার থেকে এসেছেন টিপু, নাহিদ, অর্ক। স্টেডিয়ামসংলগ্ন সুইমিংপুল এলাকা থেকে ৪০০ টাকার টিকিট কিনেছেন এক হাজার ৫০০ টাকা দিয়ে। কিন্তু প্রবেশ করতে গিয়ে পারেননি, স্ক্যানে ধরা পড়ে জাল টিকিট। ফাইনালে দেখতে গিয়ে এমন ঘটনার সাক্ষী হওয়ার পর প্রবেশ দ্বারে কেঁদেই দিলেন টিপু। তাকে ঘিরে রয়েছে উৎসুক জনতা। কেউ কেউ এসে স্ক্যান করছেন, এ প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞেস করছেন। হতাশার সাথে উত্তরও দিচ্ছিলেন হতবিহ্বল টিপু। এখানে এসে একজনের কাছ থেকে টিকিট কিনি। কিন্তু ঢুকতে গিয়ে পারিনি। স্ক্যান করে আমাকে বের করে দেয়। এখন আমার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। চার গুণ টাকা খরচ করেছি। টাকায় টাকা গেল। আমার সাথে দু’জনকে নিয়ে এসেছি। সবগুলোই জাল টিকিট। কি করব বুঝতে পারছি না। গেটে অনেক রিকুয়েস্ট করেছি অন্তত একজনকে ঢুকতে দিতে। তারা রাজি হয়নি।

সাংবাদিক পরিচয় জেনে আরো কয়েকজন আসেন জাল টিকিট হাতে। শাওন নামের একজন জানালেন, রাতের বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি। হোটেলে থেকে দুপুরে এসে টিকিট কিনেছি। আমার আরো তিন বন্ধু আসার কথা। এখন দেখি দু’টি টিকিট জাল। ছয় হাজার টাকা নিয়েছে। দু’জন ঢুকেছে। যেহেতু আমি টিকিট কেটেছি তাই দু’জনকে ঢুকিয়ে আমি ও আরেক বন্ধু বাইরে রয়েছি। কী আর করা। মোবাইলে খেলা দেখব।
কয়েকজন প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা সাংবাদিকরা কী করেন? এগুলো বিসিবিকে জানাতে পারেন না। আগে ব্ল্যাক হতো, এখনো হচ্ছে। এগুলো কেউ বন্ধ করতে পারেনি। অনলাইনে ছাড়ার পর টিকিট জাল করে বিক্রি হচ্ছে। আমরা বাধ্য হয়ে কিনেছি। আমরা যাব কোথায়? এভাবেই কি প্রতারিত হতে থাকব। বিনোদনের জায়গায় কাঁদতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। যার টাকা যায় কষ্টটা সেই বুঝে।


আরো সংবাদ



premium cement
উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ সৈয়দপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেফতারে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইন মন্ত্রণালয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন এখন অনলাইনে বাংলাদেশ নতুন দিনের দিকে তাকিয়ে আছে : আদিলুর রহমান গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান, ইরাক ও মিসরে বিক্ষোভ কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত একসময় যে ঐক্য ছিল, তা ক্ষীণ হয়ে গেছে : নাহিদ ইসলাম আমতলীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৭ সৌদি আরব ও আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনী প্রধান দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

সকল