০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

৫ রানের জন্য শান্তকে ছুঁতে পারলেন না নাঈম

এবারের বিপিএলে ৫১১ রান করা নাঈম শেখ -

২০২৩ এশিয়া কাপে একেবারেই ভালো করতে না পারায় সমালোচনার তীর আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিংয়ে শিকার হন নাঈম শেখ। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। তবে গত দুই মাসে ভিন্ন এক নাঈমকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-২০তে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা দেখাচ্ছেন বিপিএলেও। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ৫১১ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ফিফটির সাথে একটি সেঞ্চুরি। গতকাল ৪৯২ রান নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নেমে চিটাগংয়ের বিপক্ষে ২২ বলে ৪ চারে ১৯ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হন। তবে ছুঁয়ে ফেললেন ৫০০+ রানের মাইলফলক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে।
২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই; বরং তার সামনে ছিল দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেয়ার সুযোগ নস্ট হলো ১৯ রান করায়। আর মাত্র ৫টি রান করলেই ছাড়িয়ে যেতে পারতেন নাজমুল হোসেন শান্তকে। ২০২৩ বিপিএলে শান্ত করেছিলেন ৫১৬ রান।
লিগ পর্বের খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকান নাঈম শেখ। ৬২ বলে ১১১ রানের দুর্দান্ত সেই ইনিংসটি ক্যারিয়ারসেরা। সেই ম্যাচে রংপুরকে হারানোর পর ঢাকা ক্যাপিটালসকেও হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করে নাঈমের দল খুলনা টাইগার্স। এরপর এলিমিনেটরে রংপুর রাইডার্সকে আরো একবার হারিয়ে জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

 

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আ'লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা গাজা দখলের ঘোষণা ট্রাম্পের বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ নেতাসহ সবাই খালাস স্বৈরাচার ও দোসরদের দ্রুত বিচার করুন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ সেনাপ্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ ছাত্র-জনতার দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতেই দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাসটা গৌরবের রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রলপাম্প ধর্মঘটে ভোগান্তি জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে অনন্য ঘটনা : নাহিদ ইসলাম

সকল