০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

৫ রানের জন্য শান্তকে ছুঁতে পারলেন না নাঈম

এবারের বিপিএলে ৫১১ রান করা নাঈম শেখ -

২০২৩ এশিয়া কাপে একেবারেই ভালো করতে না পারায় সমালোচনার তীর আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিংয়ে শিকার হন নাঈম শেখ। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। তবে গত দুই মাসে ভিন্ন এক নাঈমকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-২০তে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা দেখাচ্ছেন বিপিএলেও। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ৫১১ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ফিফটির সাথে একটি সেঞ্চুরি। গতকাল ৪৯২ রান নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নেমে চিটাগংয়ের বিপক্ষে ২২ বলে ৪ চারে ১৯ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হন। তবে ছুঁয়ে ফেললেন ৫০০+ রানের মাইলফলক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে।
২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই; বরং তার সামনে ছিল দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেয়ার সুযোগ নস্ট হলো ১৯ রান করায়। আর মাত্র ৫টি রান করলেই ছাড়িয়ে যেতে পারতেন নাজমুল হোসেন শান্তকে। ২০২৩ বিপিএলে শান্ত করেছিলেন ৫১৬ রান।
লিগ পর্বের খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকান নাঈম শেখ। ৬২ বলে ১১১ রানের দুর্দান্ত সেই ইনিংসটি ক্যারিয়ারসেরা। সেই ম্যাচে রংপুরকে হারানোর পর ঢাকা ক্যাপিটালসকেও হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করে নাঈমের দল খুলনা টাইগার্স। এরপর এলিমিনেটরে রংপুর রাইডার্সকে আরো একবার হারিয়ে জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

 

 


আরো সংবাদ



premium cement
গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন করার ট্রাম্পের প্রস্তাব যেসব দেশে সমালোচিত টিকটক করাকে কেন্দ্র করে যুবক খুন এমপি-মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের পুঠিয়ায় যুব মহিলা লীগের সভানেত্রী গ্রেফতার চট্টগ্রামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর নোবিপ্রবিতে মালেক উকিল হলের নামফলক ভেঙে ‘বিজয় ২৪’ নামকরণ শিক্ষার্থীদের ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি ভেঙ্গে দিল শিক্ষার্থীরা কে হচ্ছেন বিপএলের সেরা? সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী : ডা. শফিকুর রহমান শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, সকালে আবার ভাঙচুর

সকল