বিনি সুতোয় গাঁথা তামিম ও বরিশাল
- জসিম উদ্দিন রানা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫
বিপিএলে চার আসরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলতে যাচ্ছে ফরচুন বরিশাল, গত আসরে শিরোপা জিতে এবারো তা ধরে রাখতে হট ফেভারিট তামিম ইকবালের দল। ফেভারিট হয়ে নামা বরিশাল মাঠেও খেলছে সেরাদের মতন। প্রথম কোয়ালিফায়ারে হৃদয় হাফ সেঞ্চুরি করে নিজের ফেসবুক পেজে তামিমকে অভিভাবক হিসেবে সম্মান দেখান। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান ভালোবেসে তামিমকে দলের ‘স্বত্বাধিকারী’ বলে মিডিয়ার সামনে তুলে ধরেছেন।
বলতে গেলে দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে প্রেরণা হয়ে আছেন অধিনায়ক। এই ভালোবাসা তামিমকে দারুণভাবে স্পর্শ করে। তিনি বরিশাল দলটিকে একটি পরিবারের মতো করে আগলে রেখেছেন শুরু থেকেই। মাশরাফি বিন মর্তুজা যদি হয় বাংলাদেশের সেরা অধিনায়ক তাহলে তামিম হচ্ছেন বরিশালের। নেতৃত্বগুণ কি তাহলে মাশরাফির কাছ থেকে পাওয়া! না! মাশরাফিকে মেন্টর হিসেবে মানতে নারাজ তামিম। তার কাছে মাশরাফি অধিনায়ক। সে সম্মানে সম্মানিত হয়ে আজ তিনি বরিশালের প্রাণভোমরা।
ফরচুন বরিশাল স্কোয়াডের সবাই পরিবারের মতো। এই দল মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমদের মতো সিনিয়র ক্রিকেটারকে যেমন ধারণ করেছে, তেমনি উদীয়মান ইকবাল হাসান ইমনকেও। অধিনায়কের ছাতার তলে সবাই সম্মানিত। এ কারণেই জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার রিজার্ভ বেঞ্চে থেকেও দলের একনিষ্ঠ সদস্য। তারা সবাই এক দল ও অভিন্ন লক্ষ্য নিয়ে খেলেছেন। এই এক সুতায় বাঁধতে পারাই বরিশালের ফাইনালে উন্নীত হওয়ার রহস্য। অন এবং অফ দ্য ফিল্ড ঈর্ষণীয় বন্ধন গড়ে তুলেছেন অধিনায়ক তামিম, যার নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ফরচুন বরিশাল।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে একাদশ বিপিএলের উদ্বোধনী ম্যাচ ছিল বরিশালের। দুর্বার রাজশাহীর বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচটি জিতেছিল মাহমুদুল্লাহ ও ফাহিম আশরাফের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে। তারকায় ঠাসা দলটি পরের ম্যাচেই হেরেছিল রংপুর রাইডার্সের কাছে। ঢাকার প্রথম পর্বে দুই ম্যাচ খেলে সিলেটে পাড়ি জমায়। তিন ম্যাচ খেলে একটিতে পরাজিত। রংপুরের কাছে ফিরতি ম্যাচটিও হেরে যায় শেষ ওভারের নাটকীয়তায়। নুরুল হাসান সোহানের বীরোচিত এক ওভারের ব্যাটিং বরিশালকে বিপর্যস্ত করে দেয়। সেখান থেকেই একজন দক্ষ নাবিকের মতো হাল ধরেন তামিম।
চিটাগং পর্বের টানা তিন ম্যাচ জিতে সুপার ফোরে খেলা অনেকটাই নিশ্চিত করে ঢাকায় ফেরে। শেষ চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ার খেলে বরিশাল।
বরিশালের শিরোপা ধরে রাখার বিষয়েও একাগ্রতা তামিমের, ‘শুধু আমি একা নই। সবার সম্মিলিত শ্রম-মেধা এবং মাঠে সেরাটা দেয়ার ফসল ভালো হওয়ারই কথা। বিগত ম্যাচগুলোর মতো স্বাভাবিক থাকলেই হবে। ফাইনাল চিন্তা না করে ম্যাচটাকে যদি উপভোগ করতে পারে তাহলে বরিশাল হয়তো শিরোপা ধরে রাখতে পারবে। তবে সবার মাথায় থাকতে হবে এটা ক্রিকেট। ঢাকা ক্যাপিটালস কিন্তু এবারের বিপিএল সর্বোচ্চ রানও করেছে আবার সর্বনিম্ন রানও করেছে।’
কোচ মিজানুর রহমান বাবুল জানান, ‘তামিম যখন অধিনায়ক তখন একটু দলীয় সুবিধা তো পাওয়াই যাবে। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা