০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৈকত

-

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মেগা ইভেন্টকে সামনে রেখে ১৫ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় আছেন বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
টুর্নামেন্টটি চারটি ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১২ জন আম্পায়ারের একটি প্যানেল ৮ দলীয় এই ইভেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন।
অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সাথে থাকবেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকারের মতো আম্পায়াররা।


আরো সংবাদ



premium cement