০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

কে হচ্ছে ফরচুন বরিশালের সঙ্গী

কে হচ্ছে ফরচুন বরিশালের সঙ্গী -

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ফাইনাল নিশ্চিত করতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স ও মোহাম্মদ মিথুনের চিটাগং কিংস। যারা জিতবেন তারা আগামী ৭ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের সঙ্গী হবেন।
লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে খুলনা। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে খুলনা। অন্য দিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায় চিটাগং। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছে ৯ উইকেটে হারে। বরিশালের কাছে হারলেও ফাইনালে খেলার সুযোগ শেষ হয়নি বন্দর নগরীর দলটির। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলেই ফাইনালের টিকিট পাবে তারা।
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেও নেয়া হয়েছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে। মাঠের বাইরের টালমাটাল ইস্যুর মধ্যে প্লে-অফে বিদেশী ক্রিকেটার নিয়ে আসার কাজ চলছে। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডকে উড়িয়ে এনে কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নামিয়েছে। এমনকি এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে বিশাল ব্যবধানে হেরে বাদও পড়ে গেছে। রংপুরের মতোই অবস্থা হবে কি না, সেটি নিয়ে গতকাল স্থানীয় একটি হোটেলে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হেসে দিয়েছেন মোহাম্মদ মিথুন। চিটাগং অধিনায়ক বলেন, ‘চট্টগ্রামের টাকার গরম নেই। সে জন্য দেখাচ্ছে না।’
খুলনার বিপক্ষে ম্যাচ নিয়ে চট্টগ্রাম অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচের আগে নতুন কোনো বিদেশী খেলোয়াড় আনার পরিকল্পনা নেই তাদের। ‘এ রকম কোনো পরিকল্পনা এখনো নেই। শুধু বড় নাম হলেই হয় না। তাদের আনলে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে। এমন নয় যে, তারা এসেই সেরা পারফরম্যান্স করবে। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এমনটি আদর্শ নয়। দীর্ঘ ভ্রমণ করে জেট ল্যাগের ব্যাপার থাকে।’
চলতি মৌসুমে বিদেশীদের মধ্যে চট্টগ্রামের হয়ে খেলেছেন পাকিস্তানের উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বিদেশীদের মধ্যে বর্তমানে দলের সাথে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী এবং বিনুরা ফার্নান্দো। চিটাগং অধিনায়ক খুশি আছেন দেশীদের নিয়ে, ‘শামীম আমাদের বাংলাদেশীদের মধ্যে দেখবেন যে একটু ভিন্ন রকম ক্রিকেটার। সাধারণত বাংলাদেশীরা যেভাবে ব্যাটিং করে, তার থেকে একটু ভিন্ন তার ব্যাটিং। অবশ্যই টি-২০তে এমন শট দেখতে মজা লাগে। আমিও আসলে শামীমের একজন বড় ভক্ত। সে ফিল্ডিংয়েও অসাধারণ। আশা করব যে পরের ম্যাচেও সে এইভাবে জ্বলে উঠবে।’
খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ খুশি তো থাকবেনই। যেখানে প্লে অফের টিকিটের জন্য হাঁসফাঁস করছিলেন, সেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন। রংপুরকে হারিয়ে আত্মবিশ^াস তুঙ্গে। চোখ তার ফাইনালে। ‘এ পর্যন্ত এসে ফিরে যেতে চাই না। সামনে ফাইনালে দরজা খোলার অপেক্ষা। ফিরতে কার মন চায়।’
বিদেশী নিয়েও তার চোখে ঝিলিক, ‘দেখুন কে কিভাবে খেলবে, কার কী প্ল্যান, সবগুলোই গোপনীয়। দুই ক্যারিবিয়ান শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার মোড় ঘুরিয়ে দিতে পারে। এমন না যে, বিদেশীরা জেতাবে। তাহলে আমাদের খেলোয়াড়দের ছোট করা হবে। তারা শুরু থেকে যে সার্ভিসটা দিয়ে আসছে, সেটি দিতে পারলেই ভালো কিছু হবে।’


আরো সংবাদ



premium cement
সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান আদালত প্রাঙ্গণে সভা-মিছিল নিষিদ্ধের সুপারিশ বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে : ডা. তাহের শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না : ধর্ম উপদেষ্টা দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ ফ্যাসিবাদের পতন হওয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারছি : উপদেষ্টা ফরিদা সেনাবাহিনী প্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ ঘিওরে মাদরাসা শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার গোপালগঞ্জে পরিবারের আপত্তিতে শহীদ আরাফাতের লাশ উত্তোলন করা হয়নি শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিলো মার্কিন উড়োজাহাজ

সকল