০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

বাটলারের বক্তব্যে সন্তুষ্ট বিশেষ কমিটি

-

কোচ পিটার বাটলারের বিপক্ষে অবস্থান নেয়া ১৮ ফুটবলারের সাক্ষ্য নেয়া শেষ। গতকাল কোচ পিটার বাটলারের সাথে কথা বলেছে বাফুফের বিশেষ কমিটি। এতে বাটলারের পেশাদারি বক্তব্যে সন্তুষ্ট কমিটি। কোচ জানিয়েছেন, তিনি যা কিছু করেছেন সব দলের স্বার্থেই। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্য। তার মতে, খেলোয়াড়রা যে সব অভিযোগ করেছে, তা কোচিংয়ের টেকনিক্যাল পার্ট। কমিটির এক সদস্য এ তথ্য দিয়েছেন। এখন কমিটির ৭ সদস্যের প্রত্যেকে আলাদা আলাদা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের আলোকেই চূড়ান্ত রিপোর্ট জমা দেয়া হবে বাফুফের সভাপতির কাছে। এরপর সিদ্ধান্ত নেবে বাফুফে। তবে কোচের বিপক্ষে বিদ্রোহ করা ফুটবলারদের সাথে কথা বলে গুরুতর কিছুই পায়নি বিশেষ কমিটি। কমিটির দুইজন সদস্য এই তথ্য দিয়েছে। অবশ্য অন্য একটি সূত্র জানিয়েছে কোচের বিপক্ষে বিদ্রোহী ফুটবলাররা এক জোট হয়ে আছে। তারা একই সুরে কথা বলেছে বিশেষ কমিটির কাছে। যেহেতু কোচের বিপক্ষে গুরুতর কোনো অভিযোগ তারা করতে পারেনি, সেই সাথে বিদ্রোহ করে প্র্যাকটিস বয়কট করে চলেছে তাই বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি বাফুফে। ফলে শাস্তির মুখে পড়তে পারেন কেউ কেউ। কমিটির এক সদস্য জানান, ‘মেয়েদের জন্য খারাপই লাগছে। সম্ভবত শাস্তির মুখে পড়তে যাচ্ছে তারা।’ অবশ্য আরেক সদস্য বলেছেন, বিদ্রোহী ১৮ খেলোয়াড়ই এক জোট থাকায় সম্ভবত কারোই শাস্তি হচ্ছে না।
এ দিকে পরশু বাফুফে ভবনে এসে ক্যাম্পে থাকা বিকেএসপির আট ফুটবলারের সাথে কথা বলেছেন বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মনীরুল ইসলাম। তিনি সেখানে ফুটবলাদের ডিসিপ্লিনের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, বিকেএসপির আটজনের মধ্যে তিনজন প্র্যাকটিস বয়কট করছেন।


আরো সংবাদ



premium cement
বরিশালে জামায়াতের শহীদ স্মারক মোড়ক উন্মোচন আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১ আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে

সকল