শততম টেস্টে অবসরে করুনারত্নে
- ক্রীড়া ডেস্ক
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গলে শুরু গলেই শেষ। টেস্টে যেখানে অভিষেক হয়েছিল সেখানেই নিজের শততম ম্যাচ খেলে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে বিদায় বলে দেবেন দিমুথ করুনারত্নে। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ টেস্ট খেলে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ওপেনার। দীর্ঘ দিন রানখরায় ভুগা এই ব্যাটার ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে বিদায় বলার এটাই মোক্ষম সময় বলে মনে করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ২০১২ সালের নভেম্বরে টেস্টের যাত্রা শুরু করেছিলেন করুনারত্নে। বে গত ১০ বছরে টেস্টে অন্যতম সেরা ওপেনারদের তালিকায় শুরুর দিকেই থাকবেন তিনি। ২০১৫ সালের পর ওপেনার হিসেবে এই লঙ্কান ব্যাটারের রানই সর্বোচ্চ। এখন পর্যন্ত ৯৯ টেস্ট খেলে ৩৯.৪০ গড়ে ১৬ সেঞ্চুরিসহ ৭ হাজার ১৭২ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা