০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

আজ শুরু প্লে-অফের ম্যাচ

-


অনিশ্চয়তা-সমালোচনা-পারিশ্রমিক-ফিক্সিং-বিতর্কের মধ্যেও জমজমাটভাবে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। উত্তেজনায় ঠাসা গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেরা চারের দল নির্ধারণের জন্য। রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করলেও শীর্ষ দুইয়ে থাকতে পারেনি, ফলে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। অন্য দিকে টুর্নামেন্টের মাঝপথে শঙ্কায় থাকা চিটাগং কিংস ঘুরে দাঁড়িয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। খুলনা টাইগার্সও শেষ ম্যাচে নিশ্চিত করেছে সেরা চারে জায়গা।
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে পরাজিত দলকে বিদায় নিতে হবে, আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ারিফায়ারে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দল ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জেতা দলের সাথে। জয়ী দল জায়গা করে নেবে ফাইনালে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স।

এবারের আসরে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। প্রথম ছয় ম্যাচে হার দিয়ে শুরু করা দলটি ১২ ম্যাচে জিতেছে মাত্র তিনটি। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে আসর শেষ করেছে তারা। সিলেট স্ট্রাইকার্স অবশ্য আসর শুরু করেছিল অপেক্ষাকৃত দুর্বল দলের তকমা নিয়ে। পয়েন্ট টেবিলও দেয় সে সাক্ষ্য। আরিফুল হকের দল ম্যাচ জিতেছে মাত্র দু’টি। শেষ সাত ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি সিলেট।
এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের চার দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখথ্যান ১-১ এ সমতায় রয়েছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে। চিটাগং কিংস শেষ ম্যাচে ফরচুন বরিশালের টানা ছয় জয়ের মিছিল থামায়। ২৪ রানে তারা মথ্যাচ হেরেছে। এর আগে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ছয় উইকেট। মুখোমুখি অবস্থান সমতায় থাকায় ‘ডু অর ডাই’ মথ্যাচে লড়াইটা তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না।

রংপুর রাইডার্স : এ টুর্নামেন্টের আগে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল। এরপর বিপিএলেও প্রথম আট ম্যাচের সব ক’টি জিতে প্লে-অফ নিশ্চিত করে। সেই রংপুরের আত্মবিশ্বাস প্রায় তলানিতে। টানা চার হারে তারা লিগ পর্ব শেষ করেছে ৩ নম্বর দল হিসেবে। ফাইনালে পৌঁছতে এখন জিততে হবে টানা দুই ম্যাচ। গতকাল বসুন্ধরায় নিজেদের মাঠে অনুশীলনের পর দলের অলরাউন্ডার মাহেদী হাসান বলেন, ‘সেরা দুইয়ে থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি। টপ টুতে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল (আজ) কী হয়।’
খুলনা টাইগার্স : শেষ দিকে চমকই দেখিয়েছে খুলনা টাইগার্স। শেষ দুই ম্যাচেই জ্বলে উঠেছেন ওপেনার মিরাজ। দলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। তার কথায়, ‘গ্রুপ পর্বে তো সুযোগ ছিল। একটা হারলে আরেকটায় জয় আসবে। প্লে-অফে তো সেটি নেই। আমরা যেহেতু এক দুইয়ে ছিলাম না। তাই এলিমিনেটরে জয় ভিন্ন কিছু ভাবার উপায় নেই। হারলে বাদ। জয়ী হলো বাধা থাকবে কোয়ালিফায়ারে উঠা বরিশাল কিংবা চিটাগং। বলতে পারেন আরো দু’টি বাধা টপকাতে হবে। সবাই কিন্তু প্রস্তুত।’

ফরচুন বরিশাল : তাক লাগিয়েছেন তামিম নিজে। সাথে আছেন দীর্ঘ দিন একসাথে খেলা মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রশংসা করতে ভুললেন না তামিম, ‘রিয়াদ ভাই তো মনে হয় ইয়ং হয়ে যাচ্ছে। মাঠে ফিল্ডিং বলেন আর ব্যাটিং বলেন কোনো কিছুতেই তাকে অবজ্ঞা করার সুযোগ নেই। অবশ্য সবাই সেরাটা দিতে মুখিয়ে আছে। চিটাগংও ভালো টিম। তবে আমরা দ্বিতীয় কোয়ালিফায়ার নিয়ে ভাবছি না। শুরুর ম্যাচেই ফাইনাল নিশ্চিত করতে মুখিয়ে আছে পুরো দল। তবে দিনটিও আমাদের হতে হবে।’
চিটাগং কিংস : অধিনায়ক মিথুন শেষ ম্যাচেই হারাল বরিশালকে। তরতাজা স্মৃতি নিয়েই পুনরাবৃত্তি করতে চান প্রথম কোয়ালিফায়ারে। ‘মাথায় তো অন্য কিছু কাজ করার কথা নয়। একটি ম্যাচকে ঘিরেই সবকিছু। মনস্তাত্বিক দিকটাও থাকবে। আশা করছি ২০০ প্লাস রান করলে ফাইনালে যাওয়ার পথটা সহজ হবে। তবে এটি ক্রিকেট...। চেষ্টার ত্রুটি থাকবে না।’


আরো সংবাদ



premium cement
শেষ ম্যাচেও জয় ভারতের ম্যান ইউ-টটেনহ্যামের দুর্দশা চলছেই অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার

সকল