আজীবন সম্মাননায় শচিন
- ক্রীড়া ডেস্ক
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত পরশু বর্ষসেরা খেলোয়াড়দের সম্মাননা দিয়েছে। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয় শচিনকে। বোর্ডের ৩১তম সদস্য হিসেবে এই পুরস্কার পেলেন শচিন। অনুষ্ঠানে পুরুষ ক্যাটাগরিকে ২০২৩-২৪ মৌসুমের সেরা ক্রীড়াবিদ হিসেবে পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। মেয়েদের ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার পুরস্কারও উঠেছে তার হাতে।
ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিয়ে আসছে বিসিসিআই। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল শচিনের। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৩ সালে। এ সময়ের মধ্যে ভারতের জার্সিতে এই মাস্টার-ব্লাস্টার ক্রিকেটার খেলেছেন ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে। এই দুই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নেই আর কারো। এই দুই সংস্করণে রানের দিক থেকেও সবার ওপরে অবস্থান ভারতীয় সাবেক এই ক্রিকেটারের। টেস্টে ১৫,৯২১ ও ওয়ানডেতে ১৮,৪২৬ রানের পাশাপাশি রয়েছে দুই সংস্করণে ১০০টি সেঞ্চুরি। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির শতক করেও সবার ওপরে অবস্থান শচিনের।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কার জেতা মান্ধানা গত বছর তিন সংস্করণে ভারতের সেরা ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসের পর ওয়ানডে সিরিজে মান্ধানা করেছিলেন ১১৭, ১৩৬ ও ৯০।
গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন রবীচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এ স্পিনারকে একটি বিশেষ পুরস্কার দেয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আশা সুবহানা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা