০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

৪ দিনে ২ হ্যাটট্রিক দেম্বেলের

-

চলতি মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমটিতেই ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলের দল এস্পানিওলের কাছে গত পরশু ০-১ গোলে হেরেছে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে ডিফেন্ডার এন্টনি রুডিগারকে পরবর্তী কয়েকটি ম্যাচে পাবে না স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে ১৫ মিনিটে ডান উরুতে চোট পেয়ে মাঠ ছাড়নে এই জার্মান ফুটবলার। এদিকে গতকাল লেভানোদভস্কির গোলে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে আলভেসকে।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বল দখল থেকে শুরু করে শট নেয়ায় প্রতিপক্ষ থেকে বহু এগিয়ে ছিল রিয়াল। বিশেষ করে ম্যাচের শেষদিকে কাতালান ক্লাবটির রক্ষণভাগে আক্রমণের পসরা সাজায় সফরকারীরা। তবে দিনটা কিলিয়ান এমবাপ্পেদের ছিল না। ৮৫ মিনিটে এস্পানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরোর গোলের জবাব আর দিতে পারেনি লস ব্লাঙ্কোসরা। লিগের অন্য ম্যাচে মায়োর্কার বিপক্ষে ২-০ গোল জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
এ দিকে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করে দারুণ এক মাইলফলক অতিক্রম করেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ক্লাব ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে মিসরীয় ফরোয়ার্ডের মোট গোল এখন ৩০১টি। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২১ গোল করা সালাহ এ নিয়ে পাঁচবার মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েন। লিগের আরেক ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যাম। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে উলভারহ্যাম্পটন।

বুন্দেসলিগায় গোলমেশিন বনে যাওয়া বায়ার্ন মিউনিখের হ্যারি কেন জোড়া গোল করে ভাঙলেন আর্লিং হলান্ডের এক রেকর্ড। হোলস্টেন কিলের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে নিজের ৫০তম ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড বায়ার্নের হয়ে ৫৫ নম্বর গোলটি পেলেন। বুন্দেসলিগার ইতিহাসে ৫০তম ম্যাচে এসে এত বেশি গোলের দেখা পায়নি আর কোনো ফুটবলার। এর আগে ৫০ ম্যাচে এসে ঠিক ৫০ গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা হলান্ড। এ দিকে পিএসজির তারকা ফুটবলার ওসমান দেম্বেলে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে স্টুটগার্ডের বিপক্ষে হ্যাটট্রিকের পর লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষেও তিন গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।


আরো সংবাদ



premium cement