নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিসিবি নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। গত ২ ফেব্রুয়ারি দুপুরে দায়িত্ব ছাড়েন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। গত বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে এক লাখ ২৫ হাজার টাকা বেতনে দায়িত্ব গ্রহণ করেন। চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। এক বছর শেষ না হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন হান্নান সরকার।
বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন। তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সাবেক এই ক্রিকেটার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন বলে জানান হান্নান।
তার কথায়, ‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত আছি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সাথে কথাবার্তা চলছে, দেখা যাক। নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে সচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক। আশা করি, এক দিন জাতীয় দলের কোচ হতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা