০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বিকল্প ৩০ নারী ফুটবলারকে ডেকেছে বাফুফে

-

কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করা ১৮ ফুটবলার তাদের সিদ্ধান্তে অনঢ়। গতকালও তারা অনুশীলনে যোগ দেননি। অন্য দিকে বাফুফের মহিলা উইং কমিটিও বসে থাকবে না সাবিনা, মাছুরা, মারিয়া, মনিকাদের জন্য। তাই বিকল্প হিসেবে আরো ৩০ জন অনূর্ধ্ব-২০ ফুটবলারকের ক্যাম্পে ডেকেছে তারা। জানান বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। ফলে জাতীয় দলের ক্যাম্পে এখন বিদ্রোহ করা ১৮ ফুটবলার ছাড়া আরো ৪২ ফুটবলার। গতকাল দুপুরে ক্যাম্পের কয়েক ফুটবলারকে বাফুফের জিমে অনুশীলন করতে দেখা গেছে। এ দিকে নারী ফুটবলে কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে গঠিত বিশেষ কমিটি গতকাল কথা বলেছেন প্র্যাকটিস বয়কট করা ১৮ ফুটবলারের সাথে। এরপর তারা কোচের সাথে কথা বলবে। তবে কমিটির সদস্যদের সাথে কথা বলে বুঝা গেল তারা বেশ কঠোর এই বিষয়ে। শৃঙ্খলাভঙ্গজনিত কোনো কাজেই তারা প্রশ্রয় দেবে না। তারা সব যাচাই-বাছাই করে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছে।

 


আরো সংবাদ



premium cement