০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

রাজশাহীকে কাঁদিয়ে এলিমিনিটরে খুলনা

খুলনার পক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলা মেহেদি হাসান মিরাজের একটি অফসাইডের শর্ট : খুলনা টাইগার্স -


উইকেটে বাড়তি বাউন্স থাকলেও নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ, অ্যালেক্স রস, আফিফ হোসেন কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের কাজটা কঠিন হওয়ার কথা ছিল না। শেষ পর্যন্ত সেটা হতেও দেননি মিরাজ। খুলনার অধিনায়কের হাফ সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে তারা। ঢাকাকে ছয় উইকেটে হারিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে খুলনা। রান রেটে পিছিয়ে থাকায় ১২ পয়েন্ট নিয়েও বিপিএলে থেকে ছিটকে গেল রাজশাহী।
রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর খুলনা টাইগার্সের সেরা চারে যাওয়ার সমীকরণটা সহজই ছিল। থদুর্বার রাজশাহীকে পেছনে ফেলে সেরা চারে যেতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেলেই হতো খুলনার। তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ের পরও ঢাকাকে মাত্র ১২৩ রানে আটকে দিয়ে খুলনার কাজটা সহজ করে দিয়েছেন হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্টো।
এলিমিনেটরে রংপুর নাকি চিটাগং কিংসের বিপক্ষে খুলনার খেলতে হবে সেটা নির্ভর করছে দ্বিতীয় ম্যাচের ওপর। দিনের দ্বিতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং জয় পেলে তারাই কোয়ালিফায়ারে জায়গা করে নেবে। তখন এলিমিনেটরে রংপুরের সাথী হবে খুলনা। আর যদি বরিশাল জয় পায়, তাহলে এলিমিনেটরে খুলনার প্রতিপক্ষ চিটাগং।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। মোস্তাফিজুর রহমানের করা অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে সিøপে হাবিবুর রহমান সোহানের হাতে ক্যাচ দেন নাঈম। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি করা বাঁ হাতি ওপেনার এবার রানের খাতাই খুলতে পারেননি। এর আগে মোস্তাফিজের প্রথম বলেই ফিরে যেতে পারতেন অধিনায়ক মিরাজ। কট বিহাইন্ডের আবেদন হলেও রিভিউতে দেখা যায় ব্যাটে বল লাগেনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি আফিফ। বাঁ হাতি ব্যাটারকেও ফিরিয়েছেন মোস্তাফিজ। বাঁ হাতি পেসারের অফ স্টাম্পের ডেলিভারিতে এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রহমত আলীর হাতে ক্যাচ দিয়েছেন আফিফ। ১৪ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। সেখান থেকে দলকে টেনে তোলেন মিরাজ ও রস। শুরু থেকেই দারুণ ব্যাটিং করা মিরাজ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৩ বলে।

মিরাজ ৫০ ছোঁয়ার পর ভাঙে রসের সাথে তার ৬৮ রানের জুটি। রহমতের বলে ডাউন দ্য উইকেটে এসে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন রস। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়েছেন ২২ রান করা অস্ট্রেলিয়ান এই ব্যাটার। শেষ দিকে মিরাজের অপরাজিত ৭৪ ও বোসিস্টোর ১৮ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে খুলনা। ঢাকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন লিটন দাস ও তানজিদ। যদিও তাদের দু’জনের জুটি বড় হতে দেননি মিরাজ। লিটনকে ফিরিয়ে খুলনাকে প্রথম উইকেট এনে দেন। পরবর্তীতে ফরমানউল্লাহ শাফিকে সাথে নিয়ে জুটি গড়েন। যদিও পুরো জুটিতে বেশির ভাগ রানই করেছেন তানজিদ। দারুণ ব্যাটিংয়ে ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁ হাতি ওপেনার।
তানজিদের হাফ সেঞ্চুরির পর বোসিস্টোকে উইকেট দিয়ে ফেরেন ২০ বলে সাত রান করা ফরমানউল্লাহ। একই ওভারে আউট হন ৫৮ রান করা তানজিদ। বাঁ হাতি ওপেনারের এমন ব্যাটিংয়ের পরও অন্যদের কেউ-ই দাঁড়াতে না পারায় ৯ উইকেটে মাত্র ১২৩ রান তোলে ঢাকা। শেষের দিকে ২০ রান করে ঢাকার পুঁজি ১০০ পার করেছেন সাব্বির। খুলনার হয়ে হাসান পাঁচ রানে দু’টি ও বোসিস্টো ১০ রানে দুই উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস : ১২৩/৯ (তানজিদ ৫৮, লিটন ১০, সাব্বির ২০, মেহেদি ১৩, আবু জায়েদ ১*, মুস্তাফিজ ১*; নাসুম ১/১০, হাসান ২/৫, মিরাজ ১/৩০, মুশফিক ১/৩১, বোসিস্টো ২/১০)।
খুলনা টাইগার্স : ১৬.৫ ওভারে ১২৮/৪ (মিরাজ ৭৪*, রস ২২, বসিস্টো ১৮, নাওয়াজ ৬*; মোস্তাফিজ ৩/১৬, রহমতউল্লাহ ১/২৪)।
ফল : খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ

 


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল