০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

-

অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তবে এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশতথ্যাগের অনুমতি না দেয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।
অবশ্য এবারের বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। ক্রমান্বয়ে তা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার বিজয়কে যেন দেশ ছাড়তে না দেয়া হয়।
মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করে রাজশাহী। বিজয় একা নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। আবার রাজশাহী ছাড়া আরো অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।
বিজয় জানালেন, ‘আমি দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলছি, সব সময় সৎ পথে চলার চেষ্টা করি। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলা আমার পেশা ও জীবনের অন্যতম বড় অংশ। কিন্তু সম্প্রতি আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, তাতে আমি ভীষণ ব্যথিত। আমি জানি না, কে বা কারা এসব গুজব রটাচ্ছে। বিসিবি কিংবা কোনো সংস্থা আমাকে এ বিষয়ে কিছুই জানায়নি। আমাকে নিষেধাজ্ঞা দেয়া হবে কেন, সেটাও আমি বুঝতে পারছি না।’

অভিযুক্ত আরেক ক্রিকেটার চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি, ‘আপনার একটা নিউজের কারণে আমার ১৫ বছরের অর্জিত সম্মান নষ্ট হচ্ছে। আপনি হয়তো একটা ভিউয়ের জন্য নিউজ করছেন, ৫০ হাজার টাকা ইনকাম করছেন; কিন্তু আমার কাছে এটা ৫০ কোটি টাকার থেকেও বেশি। আমার সম্মান নিয়ে কেউ খেলবে- এটা আমি কখনোই মেনে নেবো না।’
বিজয়ের এই খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি মনে করি, যদি কোনো ক্রিকেটার সত্যিই এসবে জড়িত থাকেন, তাহলে বিসিবির সংশ্লিষ্ট বিভাগের তদন্তে নিশ্চয়ই তা বেরিয়ে আসবে। কিন্তু কেউ এসবে জড়িত না থাকা সত্ত্বেও যদি তাদের নাম বাইরে আসে, সেটি দুঃখজনক। এ ধরনের খবর ওই ক্রিকেটারের ক্যারিয়ার এবং মর্যাদার জন্যও ক্ষতিকর। বিষয়টি নিয়ে বিসিবিতে কথা বলেছি। আমার জানা মতে, এ রকম কোনো নির্দেশনা দেয়া হয়নি।’


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল