০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

আরো এক মাইলফলক রোনালদোর

-

১ হাজার গোলের অবিশ্বাস্য রেকর্ডটা হতে বোধহয় আর দেরি নেই। দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দন্ত এই মাইলফলক স্পর্শের আগে করে চলছেন আরো অনেক রেকর্ড। সৌদি প্রো লিগে গত পরশু আল-রায়েদের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে জিতেছে রোনালদোর ক্লাব আল নাসর। একটি গোলের সাথে অ্যাসিস্টও পাওয়া পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারে গোল হলো মোট ৯২১টি। তবে গোল নয়, ম্যাচ জয়ের অসাধারণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এদিনের এই জয় নিয়ে ক্যারিয়ারে ৭০০তম জয়ের স্বাদ পেয়েছেন ‘সিআর সেভেন’। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ফুটবলে ৭০০ জয় পাওয়া প্রথম ফুটবলার রোনালদো। এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই নাসর। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।


আরো সংবাদ



premium cement

সকল