২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

৬.৩ ওভারেই জিতল বরিশাল

-

দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের জয়ে ঢাকা ক্যাপিটালসের বিদায় নিশ্চিত হয়ে গেছে। অন্য দিকে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে ফরচুন বরিশাল। সুতরাং, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশাল তাদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে শীর্ষে থেকেই। প্রথম পর্বে ঢাকায় কোনো ম্যাচই জিততে পারেনি ঢাকা ক্যাপিটালস। সিলেট ও চট্টগ্রাম পর্বে তিন ম্যাচে জয়। ঢাকায় ফিরে আবারো পরাজয়ের খাতা সমৃদ্ধ করেছে। তামিমদের বিপক্ষে টস হেরে লিটন দাস, তানজিদ তামিমদের দল ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে ৬.৩ ওভারে এক উইকেটে ৭৭ রান করে ৯ উইকেটে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ফরচুন বরিশাল।
বিপিএলের ইতিহাসে ঢাকা ক্যাপিটালসের ৭২ রান ১১তম সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা। এর আগে ২০১৬ সালে রংপুরের বিপক্ষে খুলনা ৪৪ রানে অলআউট হয়েছিল। ৭২ রানের মধ্যে অলআউটের ঘটনা আছে আরো ৯টি।
ঢাকা গ্রুপ পর্বে নিজেদের ১১তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন ও তানজিদ হাসান তামিম তৃতীয় ওভারে দলীয় ১৩ রানে ফিরে যান। উইকেট পড়ার ওই ধারা অব্যাহত রেখে ৪১ রানে সাত উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কায় পড়ে। শেষ দিকে থিসারা পেরেরা ১৫ ও রানসফোর্ড বেটন ১০ রান করে ৭০ এর ঘরে নিয়ে যান। মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। বাকিটা নেন জেমস ফুলার।
জবাবে ব্যাট করতে নেমে ২.২ ওভারে তৌহিদ হৃদয়কে (১৫) হারালেও ৬.৩ ওভারে এক উইকেট হারিয়ে ম্যাচটি ৯ উইকেট জিতে নেয় ফরচুন বরিশাল। তামিম ১৪ বলে ২১ রানে ও ডেভিড মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। একটি উইকেট নেন মোস্তাফিজ।

 


আরো সংবাদ



premium cement