২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

মুকুট অক্ষুণ্ণ সিনারের

মুকুট অক্ষুণ্ণ সিনারের -

ফাইনালটা ছিল এক বনাম দুইয়ের। তবে সেরা দুইয়ের মধ্যে লড়াইটা হলো কই! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনারের কাছে তেমন একটা পাত্তাই পেলেন না আলেকজান্ডার জভরেভ। একপেশে লড়াইয়ে সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়া ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুটটা নিজের কাছেই রাখলেন সিনার। মেলবোর্নের রড লেভার এরিনায় গতকাল ফাইনালে জভরেভকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন র্যাংকিংয়ে এক নম্বর ইতালীয় টেনিস তারকা। শিরোপা অক্ষুণœ রাখা সিনার এ নিয়ে ক্যারিয়ারের তিনবারের ফাইনালের তিনটিতেই জয় পেলেন। অন্য দিকে সম্পূর্ণ বিপরীত চিত্র জভরেভের ক্ষেত্রে। টেনিস ক্যারিয়ারে প্রথম তিন গ্র্যান্ডস্ল্যাম ফাইনালের একটিতেও চ্যাম্পিয়নের শিরোপা ছুঁয়ে দেখা হলো না এই জার্মানের। টেনিসের এই অর্জনটা তার জন্য, কত কাছে, তবু কত দূরে!
টুর্নামেন্ট শুরু করেছিলেন ডোপ টেস্টের অভিযোগ মাথায় নিয়ে। আর শেষ করলেন টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে ট্রফি অক্ষুন্ন রেখে। ফাইনালে দুই ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে কেবল দ্বিতীয় সেটে সিনারের পরীক্ষা নিতে পেরেছেন জভরেভ। ওই সেটে টাইব্রেকারে জয় পাওয়া সিনার প্রথম ও শেষ সেটে ২৭ বছর বয়সী জভরেভকে কোনো সুযোগই দেননি।

টানা দুই অস্ট্রেলিয়া ওপনে জয়ের সাথে একগাদা রেকর্ডেও জায়গা করে নিয়েছেন সিনার। পুরুষ ও নারী মিলিয়ে ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ডস্ল্যাম জেতার কীর্তি গড়লেন ২৩ বছর বয়সী টেনিস তারকা। মেলবোর্ন পার্কে টানা দু’টি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় সিনার। এর আগে এই কীর্তি গড়েছেন আন্দ্রে আগাসি রজার, ফেদেরার ও নোভাক জোকোভিচ। টেনিস ইতিহাসের র্যাংকিংয়ে শীর্ষ দশের সবাইকে সরাসরি সেটে হারানো প্রথম খেলোয়াড় তিনি। এ ছাড়া ৩৫ বছরের মধ্যে চতুর্থ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনাল সার্ভিসে পয়েন্ট হারাননি তিনি। এই সময়ে এমন কীর্তি আছে কেবল পিট স্যাস্প্রাসের (১৯৯৫ সালের উইম্ভলডন), ফেদেরার (২০০৩ সালের উইম্বলডন) ও রাফায়েল নাদালের (২০১৭ সালের ইউএস ওপেন)।


আরো সংবাদ



premium cement

সকল