রিয়ালে এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক
- ক্রীড়া ডেস্ক
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ছন্দে তিনি ছিলেনই। তবে কিলিয়ান এমবাপ্পের চিরচেনা ‘খুনে’ রূপটা অতটা দেখা মিলছিল না রিয়াল মাদ্রিদের জার্সিতে। প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তুলতে অভ্যস্ত ফরাসি তারকা ফরোয়ার্ড এবার মন ভরানো এক হ্যাটট্রিক করে গোলক্ষুধা মেটালেন। শৈশবের স্বপ্নের ক্লাবে নিজের প্রথম হ্যাটট্রিকে গত পরশু রিয়াল ভ্যালোদোলিদকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেময় ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আরো শক্ত অবস্থানে কার্লো অ্যানচেলোত্তির দল। ২১ ম্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া আক্রমণভাগে কমতি নিয়ে নেমেছিল রিয়াল। লাল কার্ডের নিষেধাজ্ঞার জন্য এই ব্রাজিলিয়ালের অনুপস্থিতি মোটেও টের পেতে দেননি এমবাপ্পে। ৩০, ৫৭ ও ইনজুরি টাইমে ৩ গোল করেন এই ফরাসি স্ট্রাইকার। তার শেষ গোলটি পেনাল্টিতে।
অ্যানফিল্ডে সালাহর ‘সেঞ্চুরি’
এ দিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ইপ্সউইচকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ম্যাচে ১টি গোল করে অ্যানফিল্ডে তার শততম গোল। অন্য ম্যাচে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত এক জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ লিগটিতে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই লিভারপুল।
জুভেন্টাসের প্রথম হার
সিরি ‘আ’তে পয়েন্ট টেবিলে অতটা সুবিধাজনক অবস্থানে নেই জুভেন্টাস। তবে লিগে চলতি মৌসুমে নাপোলির বিপক্ষে ম্যাচের আগে অপরাজিত ছিল তুরিনের বুড়িরা। অ্যান্তনিও কন্তের দলের বিপক্ষে গত পরশু ২-১ ব্যবধানে হেরে টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে থামল জুভেন্টাস। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিগের সবচেয়ে সফল ক্লাবটি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা