২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

নতুন বিদেশী খুঁজছে ক্লাবগুলো

-


বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ। তবে ফর্টিস এবং চট্টগ্রাম আবাহনী ছাড়া বাকি ক্লাবগুলোর ফুটবলারদের আপাতত বিশ্রামের কোনো সুযোগ নেই। ব্রাদার্স, বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ ও ওয়ান্ডারার্স ২৮ জানুয়ারি এবং ৪ ফেব্রুয়ারি ঢাকা আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ ও ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল ফেডারেশন কাপের ম্যাচে অংশ নেবে। এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে ফের শুরু বিপিএল ফুটবলের ফিরতি রাউন্ড। যদিও বিপিএলের সেকেন্ড উইন্ডোর দলবদল শুরু হবে ১ ফেব্রুয়ারি। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এরইমধ্যে ক্লাবগুলো মধ্যবর্তী দলবদলের জন্য বিদেশীর সন্ধানে নেমেছে। প্রায় সব দলই নতুন বিদেশীর অপেক্ষায়।

বিপিএল ইতিহাসে প্রথম পর্ব শেষে দ্বিতীয়বারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান। এর আগে প্রথম বিপিএলে তারা ১ পয়েন্ট এগিয়ে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে। এবার তারা আবাহনীর চেয়ে ৪ পয়েন্টে লিডে আছে (২৪ পয়েন্ট)। তবে ফিরতি পর্বে এই অগ্রবর্তী অবস্থান ধরে রেখে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিততে ১০ নম্বর পজিশনে একজন বিদেশী প্রয়োজন। জানান কোচ আলফাজ আহমেদ। বর্তমানে এই পজিশনে খেলছেন ইমানুয়েল সানডে। অবশ্য কোচের এই চাহিদা কি ক্লাব কর্তৃপক্ষ পূরণ করতে পারবে। এমনিতেই অর্থকষ্টে ভুগছে দর্শকপ্রিয় ক্লাবটি। বিদেশী এবং দেশী ফুটবলারদের দুই মাসের বেতন বাকি।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২০। তারা এই পর্যন্ত এসেছে সম্পূর্ণ দেশী ফুটবলার নিয়েই। তবে ফিরতি পর্বে বিদেশী আনার চেষ্টা চলছে। জানান ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। অবশ্য সেটিও নির্ভর করছে ক্লাব কর্মকর্তাদের অর্থ সংগ্রহের ওপর। প্রতিকূল পরিস্থিতিতে দর্শকপ্রিয় ক্লাবটি দলবদলের সময় বিদেশী কোচ ও খেলোয়াড়ের সাথে কথা বলেও পিছিয়ে গেছে। অবশ্য ক্লাব কোচ মারুফুল হক মনে করছেন বিদেশী না হলেও চলবে। স্থানীয়দের ওপর পূর্ণ আস্থা তার।

১৭ পয়েন্টে তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের সুযোগ তৈরি হয়েছে ঘুরে দাঁড়ানোর। এ জন্য তারা একজন বিদেশী স্টপার ও একজন স্ট্রাইকার খুঁজছে। ক্লাব সূত্রে জানা গেছে তা । যদিও এই বিষয়ে ক্লাব সভাপতি ইমরুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। এবারের শক্তিশালী দল গড়া ব্রাদার্স চোটের জন্য লিগে গাম্বিয়া ও গিনির দুই বিদেশীর সার্ভিস পায়নি সেভাবে। তাই তাদের বিকল্প নেয়ার চিন্তাভাবনা করছে। জানান ক্লাব সেক্রেটারি সাব্বির আহমেদ আরেফ। ইনজুরি আক্রান্ত রহমতগঞ্জও। উজবেক ডিফেন্ডার ইস্কান্দার ও ফরোয়ার্ড ফেলিক্স ইনুজরিতে। সাথে স্থানীয় সাগর ও তানভীর। অবশ্য এদের তিন জনই ফিরতি লিগের আগে সুস্থ হয়ে যাবে। তথ্য দেন ক্লাব সদস্য মো: ইকবাল। ১১ পয়েন্টে ষষ্ঠ স্থানে থাকা ফর্টিস এফসি একজন স্ট্রাইকারের সন্ধানে। ইনজুরি আক্রান্ত গাম্বিয়ার ওমর সা’র বিকল্প নেয়া হবে। জানান ম্যানেজার রাশেদুুল ইসলাম।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী তিনজন বিদেশীর সাথে কথা বলছে। জানালেন কোচ সাইফুর রহমান মনি। রেলিগেশন এড়াতে তারা এখন তহবিল সংগ্রহে ছুটছে দ্বারে দ্বারে। তবে ওয়ান্ডারার্স কোনো বিদেশী না নিয়ে স্থানীয়দের নেবে। জানান কোচ শাহাদাৎ হোসেন।


আরো সংবাদ



premium cement
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের ঈশ্বরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সকল