লক্ষ্য তাড়ায় স্পিনে টালমাটাল পাকিস্তান
- ক্রীড়া ডেস্ক
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
মুলতান টেস্টে গতকাল শেষ হয়েছে দ্বিতীয় দিন। এর মধ্যে পড়েছে ৩৪ উইকেট। যার মধ্যে ২৯টিই দখলে নিয়েছে স্পিনাররা। অন্যের জন্য খোড়া গর্তে এবার পা পিছলে পড়তে যাচ্ছে নিজেরাই। চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৫৪ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ইনিংসে ইতোমধ্যে তিনটি ক্যাচ হাতছাড়া করেছে সফরকারীরা। তার পরও দিন শেষে চার উইকেট তুলে নিয়ে পাকিস্তানের মাটিতে তিন দশকের বেশি সময় পর টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলেছে ক্যারিবীয়রা। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। সিরিজ জিততে এখনো ১৭৮ রান করতে হবে পাকিস্তানকে। আর সিরিজ সমতায় শেষ করতে ৬ উইকেট নিতে হবে ওয়েস্ট ইন্ডিজের।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটি হেরে আগেই সিরিজে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালে ৩৮ রানে ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৬৩ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। এরপর পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৫৪ রানে অলআউট করে ৯ রানের ছোট্ট লিড পায় স্পিনারদের নৈপুণ্যে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটের ফিফটি (৫২) ও উইকেটরক্ষক টেভিন ইমলাচের ৩৫ রানের সুবাদে ২৪৪ রানে শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস। সাজিদ খান ও নোমান আলি নেন ৪টি করে উইকেট। দুই ইনিংস মিলে ৩৮ বছর বয়সী নোমান নেন ১০ উইকেট। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ১০ উইকেট নেয়ার নিজের রেকর্ড নতুন করে লেখেন এই বাঁ হাতি স্পিনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা