২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সরাসরি বিশ্বকাপের সুযোগ হাতছাড়া

জয়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ নারী দলের সদস্যরা : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট -


ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। এই পরাজয়ে ১-২ ব্যবধানে সিরিজও হেরেছে টাইগ্রেসরা। সেই সাথে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েরা। নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ২৪ ম্যাচে আট জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে জায়গা পেয়েছে তারা। ভারতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ছয়টি দল। বাংলাদেশের সমান ২১ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড। এই পরাজয়ের পর বিশ্বকাপে জায়গা পেতে হলে বাছাইপর্ব উতরে আসতে হবে বাংলাদেশকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ, এই সমীকরণে খেলতে নেমে বাজেভাবে হেরে গেল নিগার সুলতানা জ্যোতিরা। ফারজানা হক ও শারমিন আক্তারের জুটির সময় একপর্যায়ে দলের রান ছিল ১ উকেটে ৬৮। এরপর ব্যাটিংধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইনিংস। সেন্ট কিটসে গতকাল বাংলাদেশ গুটিয়ে যায় ১১৮ রানেই। অল্প লক্ষ্যকে তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৭.৩ ওভারে জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ ওভার শেষে ৬ রানে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন মুর্শেদা খাতুন। এরপর ফারজানা ও শারমিন জুটিতে আসে ৬২ রান। ব্যক্তিগত ২২ রানে এবার বিদায় নেন ফারজানা। এরপর দলীয় স্কোরে ৫০ রান যোগ করতেই বাকি ৯ উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৭ রান আসে শারমিনের ব্যাট থেকে। এ ছাড়া সোবহানা মোস্তারি ২৫, নিগার সুলতানা ১১ ও ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ৭ রান। এরপর রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন বাকি চার ব্যাটার। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ও সিরিজসেরা কারিশমা রামহারক।
১১৯ রানকে তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়েছে লক্ষ্যে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ। ২২ রানেই নাহিদা ফেরান প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান হেইলি ম্যাথিউসকে। এরপর মারুফা আক্তারের বলে আউট হন ৩৯ রান করে কিয়ানা জোসেফ। শেমাইন ক্যাম্পবেলকে নিয়ে বাকি কাজটুকু দ্রুতই সেরে নেন ডিয়েন্দা ডটিন। ২২ রানে ক্যাম্পবেল ও ৩৩ রান নিয়ে অপরাজিত ছিলেন ডটিন।

বাংলাদেশকে হারিয়েও বিশ্বকাপে খেলতে হলে বাছাইয়ে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এই বছর আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাই পর্ব। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাছাই পর্বে খেলবে পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড। এই ছয় দলের বাছাই পর্বের সেরা দুই দল খেলবে বিশ্বকাপে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১১৮/১০ (৪৩.৫ ওভার) ফারজানা ২২, মুর্শিদা ১, শারমিন ৩৭, নিগার ১১, সোবহানা ২৫, ফাহিমা ৭, স্বর্ণা ০, রাবেয়া ০, নাহিদা ১, মারুফা ০*, তৃষ্ণা ০; ফ্রেজার ১/২৪, ম্যাথিউস ১/১৯, ফ্লেচার ১/২২, জাইদা ২/১৫, রামহারাক ৪/১২।
ওয়েস্ট ইন্ডিজ : ১২২/২ (২৭.৩ ওভার) ম্যাথিউস ২২, জোসেফ ৩৯, ক্যাম্পবেল ২৫*, ডটিন ৩৯*; মারুফা ১/৩৯, নাহিদা ১/২৫।

 


আরো সংবাদ



premium cement
নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি কলোম্বিয়ার কঙ্গোতে সকল বাংলাদেশী শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন : আইএসপিআর জামিন পেলেন পরীমণি হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ইয়েহুদকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরাইলের রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা মাঘের ঘন কুয়াশা কাটিয়ে কুড়িগ্রামে সূর্যের হাসি ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২২

সকল