ব্যবধান কমাতে পারেনি আবাহনী
ব্রাদার্স ০-০ ঢাকা আবাহনী, ফর্টিস ১-০ চট্টগ্রাম আবাহনী- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
একই দিনে দুই আবাহনীর ম্যাচ। তবে তা পারস্পরিক ম্যাচে নয়। ভিন্ন মাঠে ভিন্ন দলের বিপক্ষে। তবে গতকাল প্রথম পর্ব শেষ করা বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচে কোনো আবাহনীই জিততে পারেনি। ঢাকা আবাহনী গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সাথে। আর চট্টগ্রাম আবাহনী ০-১ গোলে হেরেছে ফর্টিস এফসি কাছে। হারের ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই বন্দরনগরীর দল। অন্য দিকে ব্রাদার্সের বিপক্ষে জিততে ব্যর্থ হলে শীর্ষে থাকা মোহামেডানের সাথে পয়েন্টের ব্যবধান কমানো সুযোগ নষ্ট করেছে ঢাকার আকাশী নীল শিবির। ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহামেডান। অন্য দিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করলো মারুফুল হকের দল। জিতলে মোহামেডানের সাথে আবাহনীর পয়েন্টের ব্যবধান হতো ২। কাল জিততে না পেরে তৃতীয় স্থানে উঠা হলো না ব্রাদার্সেরও। তাদের ভাণ্ডারে ১৫ পয়েন্ট। আছে ৫ নাম্বারে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনী বলতে গেলে হারের হাত থেকেই রক্ষা পেয়েছে। দুই ম্যাচ পর খেলতে নামা গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় তাদের ন্যূনতম এক পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগের সুযোগ হয়। এর আগে মোহাম্মদ ইব্রাহিম আবাহনীকে গোলবঞ্চিত করেন। ৭ মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে ইব্রাহিম যে হেড নেন তা পোস্টে বাধাপ্রাপ্ত হয়। ৭৩ মিনিটে আবাহনী ফের গোলের সুযোগ পায়। এবার এনামুল গাজী পারেননি দলকে এগিয়ে নিতে। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও ব্যর্থ তিনি।
এর পর শুরু হয় ব্রাদার্সের জয়ের চেষ্টা। শেষ ১০ মিনিটে গোপীবাগের দলটির প্রায় তিনটি গোল চেষ্টা রুখে দেন আবাহনীর কিপার মিতুল মারমা। ৮২ মিনিটে রহমতের দূরপাল্লার শট দক্ষতার সাথে প্রতিহত করেন মিতুল। ৮৯ মিনিটে কৌশিক বড়–য়ার ফ্রি-কিক গোলে যাওয়ার আগে মিতুলের বাধা।
কিংস এরিনায় ছিল ফর্টিস এফসির সাথে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ। এতে ৩৪ মিনিটে ইসার গোলে জয় ফর্টিস এফসির।
লিগের ফিরতি পর্ব মাঠে গড়াবে মধ্যবর্তী দলবদলের পর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা