২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

আজ ফের শুরু ঢাকা পর্ব

-


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা পর্ব। ৯ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। বাকি তিন পজিশনের জন্য চলছে লড়াই। এর মধ্যে শীর্ষ চারে থাকা অনেকটা নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। আছে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। সম্ভাবনা রয়েছে ১০ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে থাকা দুর্বার রাজশাহীরও। কাগজে কলজে টিকে আছে তলায় থাকা সিলেট স্ট্রাইকার্স কিংবা ঢাকা ক্যাপিটালস।

বিপিএলে লিগ পর্বে সবচেয়ে বেশি চার ম্যাচ বাকি ফরচুন বরিশালের। শেরে বাংলায় আজ বেলা ১টা ৩০ মিনিটে তামিম ইকবালদের প্রতিপক্ষ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের দৌড়ে বেশ এগিয়ে বরিশাল। সিলেটের বিপক্ষে জিতলে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিবে বরিশাল। অন্য দিকে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বরিশালের বিপক্ষে জিততেই হবে আরিফুল হকের দলকে। এই ম্যাচে হেরে গেলে প্লে-অফে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে সিলেটের।

প্লে অফের দৌড়ে টিকে থাকতে দিনের অন্য ম্যাচে রংপুরের প্রতিপক্ষ চলমান আসরে সোহানদের প্রথম হারের স্বাদ দেয়া রাজশাহী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।
চট্টগ্রাম পর্বের শেষ দিন রংপুরকে ২৪ রানে হারিয়ে চমক দেখায় রাজশাহী। কারণ লিগ পর্বে নিজেদের প্রথম আট ম্যাচই জিতে অপরাজেয় থাকা রংপুর নবম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পায়। আর এই জয়ে প্লে-অফের দৌড়ে ফিরে আসে রাজশাহী। লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা রাজশাহীর। অন্য দিকে পরাজয়কে ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে রংপুর। লিগ পর্বে নিজেদের বাকি ম্যাচগুলো জয়ে টেবিলের শীর্ষে থাকার চেষ্টা করবে রংপুর।

ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে পাঁচে ৭ বাংলাদেশী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের পর্দা উঠেছে গত ৩০ ডিসেম্বর। সাত দলের অংশগ্রহণে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে বিপিএল আবার ফিরেছে ঢাকায়। লিগ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ইতোমধ্যে শেষ হয়েছে ৩২টি। লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে থাকা পাঁচজনের তালিকা নিচে দেয়া হলো। চট্টগ্রাম পর্ব শেষে ব্যাট-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশীদের জয়জয়কার। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের চারজন বাংলাদেশী। শীর্ষ ১০ হিসাব করলে সাতজনই বাংলাদেশী।


আরো সংবাদ



premium cement
নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না' প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের

সকল