‘বদ্ধভূমি’ পিচে উইকেট রেকর্ডের উৎসব
- ক্রীড়া ডেস্ক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
একপাশে বোলারদের উইকেট উৎসব, অন্য পাশে ব্যাটারদের জন্য সেটা মহাদুর্যোগ। স্পিনস্বর্গের পিচে বোলাররা যে ছড়ি ঘুরাবে সেটা জানা কথা। তবে ব্যাটারদের জন্য সেই পিচ পুরোদস্তর বদ্ধভূমি বনে গেলে সেটা খানিকটা অস্বাভাবিকই মনে হতে পারে। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মোট উইকেট পড়েছে ২০টি। হ্যাটট্রিক করা নোমান আলির ইতিহাস গড়া বোলিংয়ে ক্যারিবীয়দের ১৬৩ রানে ধসিয়ে দিয়েও এদিন স্বস্তিতে দিন শেষ করতে পারল না পাকিস্তান। নিজেদের ফাঁদে পা দেয়া স্বাগতিক দল জবাবে ১৫৪ রানেই গুটিয়ে যায়। আজ দ্বিতীয় দিন মূল্যবান ৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে সফরকারী দল।
মুলতানে প্রথম টেস্টের যত রেকর্ড দ্বিতীয় টেস্টে এসেই ফুরিয়ে যাচ্ছে। এশিয়ার কোনো দেশে টেস্টের প্রথম দিনে এত উইকেট পড়ার নজির এবারই প্রথম। ১৯৮৭ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দিল্লি টেস্টের প্রথম দিনে ১৮ উইকেট এতদিন ছিল সর্বোচ্চ। তবে এদিন বিশ্বরেকর্ড হয়ে যেত পারত, যদি না ৫৪ রানে ৮ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ লেজের ব্যাটারদের নৈপুণ্যে ১০৯ রান যোগ করতে না পারত।
ব্যাটারদের নাভিশ্বাস তোলার কাজটি এ দিন শুরু করেন নোমাল আলি। ৪১ রানে ছয় উইকেট নিয়ে একাই ক্রেগ ব্রাথওয়েটদের ব্যাটিং অর্ডারে ধস নামানো এই স্পিনার পাকিস্তানের প্রথম কোনো স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। এই নিয়ে টানা পাঁচ টেস্টে পাঁচ উইকেট শিকার করার দুর্দান্ত এক কীর্তিও গড়লেন ৩৮ বছর বয়সী এই স্পিনার।
ক্যারিবিয়দের নাস্তানুবুদ করে স্পিন ফাঁদে পড়েন শন মাসুদরাও। তবে ৫১ রানে চার উইকেট হারানোর পর সউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। পঞ্চম উইকেটে তাদের ৭০ রানের জুটি ভাঙতেই তাসের ঘরের মতো আবার ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। জোমেল ওয়ারিকান নেন চার উইকেট। তিনটি শিকার গোদাকেশ মতির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা