২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ব্রাজিলের অপ্রত্যাশিত ‘হেক্সার’ রেকর্ড

-

খেলাটা বয়সভিত্তিক দলের, তাতে কি প্রতিপক্ষ দল যে আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকার পরাশক্তি দুই দল কখনো মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের একচুল ছাড়াও দিতে রাজি নয়। নিজেদের মধ্যে ম্যাচে যেকোনো ব্যবধানে হারই যেখানে অহমে আঘাত করে, সেখানে এবার ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের তিক্ত এক অভিজ্ঞতা হলো ব্রাজিলের। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গত পরশু আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে এত বড় হার কখনো দেখেনি সেলেকাওরা। ২০০২ সালের পর বিশ্বকাপে হেক্সার খোঁজে থাকা ব্রাজিল অপ্রত্যাশিত এক হেক্সার সাক্ষী হলো, যদিও দলটি বয়সভিত্তিক বলে নিজেদের সান্ত্বনা দিতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই তিন গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। এরপর ৭৮ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে আরো তিনবার বল পাঠিয়ে আধা ডজন গোল পূর্ণ করে আর্জেন্টিনা। ষোলোকলা পূর্ণ করা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ব্রাজিল হজম করেছে একটি আত্মঘাতী গোলও। জাতীয় দলের যেকোনো স্তরে ব্রাজিলের বিপক্ষে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয় আর্জেন্টিনার। এর আগে ১৯৪০ সালে রোকো কাপে পেলের দেশের বিপক্ষে ৬-১ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা।
এমন দাপুটে জয়ের পর আর্জেন্টিনা ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি বলেন, ‘দারুণ খেলেছি আমরা। আমরা প্রস্তুত ছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলা সব সময়ই আলাদা প্রেরণা জোগায়। আমরা থামব না, আরো উন্নতি করব।’
চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়ে যাওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নেবে শীর্ষ চার দল।

 


আরো সংবাদ



premium cement

সকল