টি-২০তেও নেই শান্তদের কেউ
- ক্রীড়া ডেস্ক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলে জায়গা না পাওয়া বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে কেউ স্থান পাননি টি-২০ তেও। কুড়ি ওভারের ক্রিকেটে গত বছরের সেরা ১১ জনের তালিকায় টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারত থেকে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। তবে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা দল থেকে কোনো ক্রিকেটারই ঠাঁই পাননি সেরার এই তালিকায়। একজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। বাংলাদেশের মতো নিউজিল্যান্ড দলেরও কোনো ক্রিকেটার নেই বর্ষসেরার তালিকায়।
বিশ্বকাপের বছরে বাংলাদেশের ক্রিকেটারদের বলার মতো তেমন পারফরম্যান্স ছিল না বললেই চলে। ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে নাজমুল হোসেন শান্তদের কেউ জায়গা না পাওয়াটাই ছিল স্বাভাবিক। শান্তদের মতো মেয়েদের টি-২০ বর্ষসেরা দলেও জায়গা করে নিতে পারেননি নিগার সুলতানাদের কেউ।
বর্ষসেরা দলে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে। ভারতের অন্য তিন ক্রিকেটার হচ্ছেন হার্দিক পান্ডিয়া, যাশপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিং। বাকিদের মধ্যে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, তিনে ইংল্যান্ডের ফিল সল্ট, চারে পাকিস্তানের বাবর আজম, পাঁচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ছয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা জায়গা পেয়েছেন। বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা