২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

এই হার দলের জন্য সতর্কবার্তা : সোহান

-

টানা ৮ ম্যাচ খেলে একটি ম্যাচেও হারতে হয়নি। গ্লোবাল সুপার লিগও হিসাব করলে অপরাজিত থাকার লিস্টটা আরো বড়। সেই রংপুর রাইডার্স হারল দুর্বার রাজশাহীর কাছে- যাদের ফেভারিট হিসেবে কখনই কেউ গোনায় ধরেননি। এটিকে সবচেয়ে বড় সতর্কবার্তা হিসেবেই দেখছে রংপুর। হারকে ‘ওয়েক আপ কল’ হিসেবে দেখছেন কি না- জানতে চাইলে অধিনায়ক নুরুল হাসান সোহান স্বীকার করলেন, বিষয়টি ‘এলার্মিং’। ‘অবশ্যই, এতদিন ভালো খেলেছি, আজকের (গতকাল) হার এলার্মিং। সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট এমনই। ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। আসলেন, জিতবেন- এটা আশা করা ঠিক না। ভালো খেললেই জিতবেন।’
হারের কারণ হিসেবে পাওয়ারপ্লের পারফরম্যান্সকে দাঁড় করিয়েছেন সোহান। ‘বোলিংয়ে পাওয়ারপ্লেতে ভালো শুরু করিনি। উইকেট ট্রিকি ছিল, তা-ও কিছু রান দিয়ে দিয়েছি। ১৫ ওভার পরে ভালো কামব্যাক করেছি। তবে কিছু রান হয়ে গেছে। ব্যাটিংয়েও আমরা সেভাবে রান তুলতে পারিনি পাওয়ারপ্লেতে। প্রথম ছয় ওভার টি-২০তে খুব গুরুত্বপূর্ণ, ব্যাটিং বলুন বা বোলিং। দু’টিই পক্ষে যায়নি।’
শীর্ষে থাকাদের হারিয়ে খুশি বার্ল
রাজশাহীর কাছে প্রথম হারের মুখ দেখেছে রংপুর। এবার নানা কারণে সমালোচনার মুখে থাকা দলটা যেন সেরা ছন্দটা ফিরে পেল টেবিল টপারদের বিপক্ষে। চার উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন রাজশাহীর অলরাউন্ডার রায়ান বার্ল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন বার্ল। এ ছাড়াও জানিয়েছেন, চোট থেকে ফেরায় দলের ফিজিওর অনেক অবদান রয়েছে। ‘দু-তিন দিন গ্যাপ থাকাটা ভালো ছিল। ফলে ভালোভাবে রিকোভার করতে পেরেছি, ছন্দে ফিরতে পেরেছি। ফিজিওর অনেক কৃতিত্ব রয়েছে। অনেক বিশ্রাম, ফিজিওর কাজসহ, কিছু পেইনকিলার দিয়ে ফিরতে পেরেছি। মানসিক ব্যাপারও ছিল। লং অন লং অফে সাধারণত ফিল্ডিং করে থাকি। সে সবও বিবেচনায় ছিল।’
জয়টা সেরাদের বিপক্ষে বলেই বেশি খুশি বার্ল। ‘তিন-চারটি ভালো ফিল্ডিং, জয়ে কাজে দিয়েছে। সেই সাথে টুর্নামেন্টের এক নম্বর দলের বিপক্ষে জিতলাম। তাদের প্লেয়াররাও ফর্মে ছিল। আমাদের জন্য ডু আর ডাই ম্যাচ। এখানে জিতেই প্লে-অফে খেলার ছক কষছি।’
পেমেন্ট ইস্যুতে বার্ল জানিয়েছেন, ‘প্লেয়ার হিসেবে মাঠে গেলেই আপনি জিততে চাইবেন। দুআ ম্যাচ বাকি আছে। আমি এসব পেমেন্টের ব্যাপার দেখি না। আমাদের এজেন্ট রয়েছে। আমি খেলতে এসেছি।’


আরো সংবাদ



premium cement