২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

প্লে-অফে রিয়াল অনিশ্চিত সিটি

জোড়া গোল করা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র : ইন্টারনেট -

খোঁচা খাওয়া বাঘ আর পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ একটু বেশিই ভয়ঙ্কর। চ্যাম্পিয়নস লিগের নতুন সংস্করণে শুধু খোঁচাই নয়, তিন ম্যাচ হেরে বড় আঘাত পেয়েছিল রিয়াল। তবে সেখান থেকে দাপট দেখিয়ে ফিরতে কালক্ষেপণ করেনি ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ‘রাজারা’। যেখানে চ্যাম্পিয়ন লিগের এবারের আসরের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল, সেখানে কার্লো অ্যানচেলত্তির দল প্লে-অফ তো নিশ্চিত করলই তার সাথে জিইয়ে রাখল সরাসরি শেষ ষোলো খেলার আশাও। অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গকে গত পরশু রাতে ৫-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাকই করে রাখল লস ব্লাঙ্কোসরা। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে আছে কিলিয়ান এমবাপ্পেরা।
রিয়ালের সহজ জয়ের দিন আরেক হারে কঠিন সমীকরণে পড়ে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার লজ্জায় পড়তে হতে পারে ম্যানচেস্টার সিটিকে। পেপ গার্দিওলার দলের দুর্ভাগ্যই বলতে হয়, পিএসজির আঙিনা প্যারিসে ২-০ গোলে এগিয়ে থেকেও লুইস এনরিকের দলের কাছে ৪-২ গোলে হারতে হলো। প্রত্যাবর্তনের দারুণ এক নজির গড়ে পয়েন্ট টেবিলে ভগ্ন দশা থেকে আপাতত খানিকটা মুক্তি মিলল পিএসজির। সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার আশা অনেক আগেই শেষ হয়ে যাওয়া ক্লাবটি ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছে। অন্য দিকে শেষ দুই ‘ফাইনালের’ একটিতে হেরে যাওয়া ম্যানসিটি সাত ম্যাচে মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করে ২৫ নম্বরে। শীর্ষ ২৪-এ জায়গা করে নিতে হলে পরের ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে জিততেই হবে সিটিজেনদের। এ দিকে রাতের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে নেদারল্যান্ডসের ক্ল¬াব ফেইনুর্ড। প্রতিপক্ষের মাঠে এমন অপ্রত্যাশিত হারে সেরা আটে থাকার পথটা কঠিন করে ফেলল বাভারিয়ানরা। ১২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে হ্যারি কেনরা।
সান্টিয়াগো বার্নাব্যুতে শুরুতে অগোছালো থাকলেও দ্রতই খেলায় ফেরে রিয়াল। রদ্রিগোর পর জোড়া গোল পান ভিনিসিয়াস জুনিয়র। মাঝে একবার জালের দেখা পেয়েছেন এমবাপ্পে। শেষদিকে সালজবুর্গের একটি গোল কেবলই রিয়ালের জয়ের ব্যবধান কমিয়েছে। এ দিন স্প্যানিশ জায়ান্ট ক্ল¬াবটির হয়ে ‘সেঞ্চুরির’ দেখা পান ভিনি। রিয়ালের হয়ে এই ব্রাজিলিয়ান তারকার গোল এখন ১০১টি। ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে ক্ল¬াবটির জার্সিতে সর্বোচ্চ গোল করা কিংবদন্তি রোনালদোকে ছুঁতে ভিনিসিয়াসের দরকার আর মাত্র তিনটি গোল।
বড় এই জয়ের পর অ্যানচেলত্তির ভাবনাজুড়ে এখন শুধুই ব্রেস্টের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। রিয়াল কোচ বলেন, ‘এখন শুধু একটা বিষয় পরিষ্কার, আমাদের শেষ ম্যাচটা জিততেই হবে, আর এটা ক্ল¬াবের জন্য নতুন কিছু নয়। রিয়াল মাদ্রিদে থাকলে আমাদের সব ম্যাচ জিততেই হবে।’
অ্যানচেলত্তির মতো গার্দিওলাও তাকিয়ে শেষ ম্যাচের দিকে। ম্যানসিটির কোচ বলেন, ‘আমাদের শেষ সুযোগ ব্রুগের বিপক্ষে এবং ঘরের মাঠে সব চেষ্টাই আমরা করব। শেষ পর্যন্ত আমরা যদি পরের রাউন্ডে যেতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের তা প্রাপ্য নয়।’


আরো সংবাদ



premium cement