‘ব্যাটিং উইকেট দক্ষতা বাড়াচ্ছে বোলারদের’
- ক্রীড়া প্রতিবদেক
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
চলতি বিপিএল উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় বোলিংয়ে দক্ষতা বাড়াতে সহায়তা করেছে বলে জানান রংপুরের রাইডার্সের পাকিস্তানি পেসার আকিফ জাভেদ। বিপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় শীর্ষে। তাতে প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পাওয়ার জোর দাবি এই বাঁ হাতি পেসারের। ১০ ম্যাচে ২১ উইকেট নিয়ে শীর্ষে রাজশাহীর তাসকিন আহমেদ।
আকিফের মতে, লাইন-লেন্থ বজায় রাখা ও সঠিক জায়গায় বোলিং অব্যাহত রাখলে যেকোনো ধরনের উইকেটে সাফল্য পাওয়া সহজ। ‘বোলিং করার সময় যতটা পারি লাইন-লেন্থ বজায় রাখার চেষ্টা করি। আমি জানতাম বিপিএলের এই উইকেট থেকে যথেষ্ট সুবিধা পাবে ব্যাটাররা। তবে ব্যাটারদের চাপে রাখতে সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেট যেমনই হোক সঠিক জায়গায় বল করলে ব্যাটারদের পক্ষে খেলা কঠিন।’ সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট জানান জাতীয় দলে সুযোগের জন্য পুরোপুরি প্রস্তুত আকিফ। ‘লাইন-লেন্থ বজায় রেখে দ্রুতগতিতে বোলিং করার কারণে নিয়মিত উইকেট শিকার করতে পারেন আকিফ। অন্য বোলাররা ফিট না থাকায় আকিফের সার্ভিস নেয়ার উপযুুক্ত সময় এখনই।’
আকিফ জানান, বোলিং দক্ষতার আরো উন্নতি জন্য বিপিএল একটি ভালো প্ল্যাটফর্ম। কারণ এখানকার উইকেট ব্যাটারদের অনুকূলে। ‘সিলেট পর্বটা খুব কঠিন ছিল। ব্যাটারদের জন্য উইকেট প্রস্তুত ছিল। তবে দক্ষতা দেখাতে পারলেই বোলিংয়ে সফল হওয়া যাবে। এটা বোলারদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমার বোলিং দক্ষতা বাড়াতে সহায়তা করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা