২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ব্লাঙ্কোসদের আয় বিলিয়ন ইউরো

-

- রিয়াল মাদ্রিদ : ১.০৫ বিলিয়ন ইউরো
- ম্যানসিটি : ৮৩ কোটি ৮০ লাখ ইউরো
- পিএসজি : ৮০ কোটি ৬ লাখ ইউরো
মাঠে ভালো পারফরম্যান্স থাকলে কত রেকর্ডই সঙ্গী হয়। রেকর্ড যখন পিছু নেয় তখন আয়ের রাস্তাও প্রশস্ত হয়। রিয়াল মাদ্রিদও যেন তাই। ইউরোপ তথা বিশ্ব সেরা এই স্প্যানিশ ক্লাব এবার বার্ষিক আয়ে অতীতের সব রেকর্ডই ভেঙে ফেলেছে। গত বছর মাদ্রিদের ক্লাবটি আয় করেছে ১.০৫ বিলিয়ন ইউরো। আর্থিক কনসাল্টিং ফার্ম ডেলয়েট এই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, রিয়াল মাদ্রিদ তাদের মূল ভেনু সান্তিয়াগো বার্নাবুর সংস্কার করায় আয় বেড়ে এই বিলিয়ন ইউরো অতিক্রম করা। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে দ্বিতীয় স্থানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বার্ষিক আয়ের সেরা পাঁচে দুই ইংলিশ ক্লাবের উপস্থিতি। অপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ৭৭ কোটি ১০ লাখ ইউরো ভাণ্ডারে জমা করে চারে আছে। ৮০ কোটি ৬ লাখ ইউরো আয় করে তৃতীয় স্থানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পাঁচে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের আয় ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
আয়ে রেকর্ড হয়েছে আরেকটি। তা হলো শীর্ষ দুই ক্লাবের আয়ের ব্যবধানে তফাৎ। রিয়াল মাদ্রিদের সাথে ম্যানসিটির আয়ের ব্যবধান ২০ কোটি ৮০ লাখ ইউরো। শীর্ষ দশে যেমন ইংলিশ ক্লাবগুলোর আধিক্য তেমনি সেরা দশেও ইংলিশ ক্লাবগুলোর দাপট। সেরা দশে ৬ ক্লাবই তাদের। সপ্তম থেকে দশম এই চার স্থান যথাক্রমে দখলে নিয়েছে আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম ও চেলসি। তাদের আয় যথাক্রমে ৭১ কোটি ৬৫ লাখ ইউরো, ৭১ কোটি ৪৭ লাখ ইউরো, ৬১ কোটি ৫ লাখ ইউরো এবং ৫৪ কোটি ৫৫ লাখ ইউরো।
আয় কমেছে বার্সেলোনার। তাদের নিজস্ব ভেনু ন্যূ ক্যাম্পে চলছে সংস্কার। এতে তাদের খেলতে হচ্ছে অলিম্পিক স্টেডিয়ামে। ফলে আয় কমে ৬ নাম্বারে নেমেছে কাতালানরা। রিয়াল মাদ্রিদ ম্যাচ ডে থেকেই আয় করেছে ২৪ কোটি ৮০ লাখ ইউরো। ৩১ কোটি ৬০ ইউরো পেয়েছে সম্প্রচার স্বত্ব থেকে। এ ছাড়া বিজ্ঞাপন থেকে এসেছে ৪৮ কোটি ২০ লাখ ইউরো।


আরো সংবাদ



premium cement