২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি চট্টগ্রামে

-

সাধারণত আইসিসি ইভেন্টের আগে আয়োজক দেশে সিরিজ খেলে কিংবা দীর্ঘদিন অবস্থান করে প্রস্তুতি নিয়ে থাকে বাংলাদেশ। চলমান বিপিএলের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর কোনোটিই হচ্ছে না। ঘরের মাঠেই প্রস্তুতি সারতে হবে নাজমুল হোসেন শান্ত বাহিনীকে। বৈশ্বিক এই আসরে যোগ দেয়ার আগে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের।
আইসিসি টুর্নামেন্টে সাধারণত হাইস্কোরিং উইকেটে খেলা হয়। সেই ভাবনা থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সারতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে, বিপিএল থাকায় স্কোয়াডে সুযোগ পাওয়া সব ক্রিকেটারকে এক সঙ্গে ক্যাম্পে পাওয়া যাবে না। ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পরই ক্যাম্পে যোগ দেবেন সব ক্রিকেটার।
আগামী ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। এর আগে অনুষ্ঠিত হবে পাঁচ দিনের ক্যাম্প। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।


আরো সংবাদ



premium cement