কিংসদের হারিয়ে চারে ঢাকা
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
৯ ম্যাচে মাত্র দু’ম্যাচ জেতা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা গত পরশুই জানিয়েছিলেন, এখনো সেরা চারে যাওয়ার স্বপ্ন দেখেন। বাকি তিন ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্ন দেখতেই পারেন তারা। গতকাল সেটির প্রতিফলন ঘটিয়ে তৃতীয় জয়ে নিজেদের কিছুটা এগিয়ে রাখল স্বাগতিক চিটাগং কিংসদের হারিয়ে। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৪৮ রানে থামে মিথুন বাহিনী। জবাবে চলতি বিপিএলে সর্বোচ্চ স্কোর করা তানজিদ হাসান তামিমের অপরাজিত ৯০ রানের সুবাদে দুই উইকেটে ১৪৯ রান করে ৮ উইকেটের জয় তুলে নেয় পেরেরা স্কোয়াড। এই জয়ে খুলনা ও রাজশাহীকে হটিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এলো ঢাকা। শেষ দুই ম্যাচে ঢাকার প্রতিপক্ষ বরিশাল এবং খুলনা।
জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় ঢাকাকে ভালো শুরু এনে দেন তানজিদ ও লিটন। দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলেন তারা দু’জন। পাওয়ার প্লে শেষ হওয়ার পরও দ্রুতই রান তোলায় মনোযোগী ছিলেন। উদ্বোধনী জুটিতে লিটন দাস ও তানজিদ হাসান তামিম ৭৫ রান করে জয়ের কাজটা সহজ করে দেন। ইনিংসের নবম ওভারে প্রথম উইকেট হারায় ঢাকা। হুসাইন তালাতের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন লিটন। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ডিপ মিড উইকেটে থাকা খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন ডান হাতি এই ওপেনার (২৫)।
লিটন ফেরার একটু পর আরাফাত সানির শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন তানজিদ। বিপিএলের চলমান মৌসুমে বাঁ হাতি ব্যাটারের এটি তৃতীয় হাফ সেঞ্চুরি। ৫০ ছোঁয়ার পর দেখেশোনে খেলতে থাকেন। তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি মুনিম শাহরিয়ার। ডান হাতি ব্যাটার ফিরেছেন আলিস আল ইসলামের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে। একাদশে সুযোগ পেয়ে মুনিম আউট হয়েছেন ১২ রানে। এরপর সাব্বির রহমানকে নিয়ে ম্যাচ শেষ করেন তানজিদ। বাঁ হাতি ওপেনার ৯০ এবং সাব্বির অপরাজিত ছিলেন ১৪ রানে। চিটাগংয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আলিস ও তালাত।
এবারের বিপিএলে সবাইকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন তানজিদ। এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডের পথে আছেন ২৪ পেরোনো এ টাইগার ব্যাটার। তার সামনে ক্রিস গেইলের মতো কিংবদন্তি। গতকাল ৯০ রানের ইনিংসে ছিল সাতটি ছক্কা। তাতেই বিপিএলের এক আসরে দেশীয় ব্যাটারদের পেছনে ফেলে দ্বিতীয় সবোর্চ্চ ২৪ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন। বিপিএল এক আসরে ২০১৭-১৮ মৌসুমে সবোর্চ্চ ৪৭ টি ছক্কা হাকিয়েছেন উইন্ডিজ ক্রিস গেইল। চলতি আসরে তামিমের প্রতিদ্বন্দী রংপুর রাইডার্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। ৮ ম্যাচে তিনি মেরেছেন ২৩টি ছক্কা। তিনে আছেন ৯ ম্যাচে ১৮ ছক্কা হাঁকানো রাজশাহীর ইয়াসির আলি রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং কিংস : ১৪৮/৬ (নাঈম ৪৪, আকবার ২৩, ক্লার্ক ১৯, শামীম ১৫, মিঠুন ১২, বিটন ১/৩৫, মোসাদ্দেক ২/১৩, নাজমুল ২/২৭)।
ঢাকা ক্যাপিটালস : ১৮.১ ওভারে ১৪৯/২ (তানজিদ ৯০*, লিটন ২৫, মুনিম ১২, সাব্বির ১৪*, আলিস ১/১৮, তালাত ১/২৩)।
ফল : ঢাকা ক্যাপিটালস ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : তানজিদ হাসান তামিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা