নাটকীয় জয় বার্সেলোনার
- ক্রীড়া ডেস্ক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
পিছিয়ে পড়েও কামব্যাকের গল্প বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। তার বড় উদাহরণ গত পরশু চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয়। গত পরশু রাতে ২০১৯ সালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে সেবারের প্রেক্ষাপটটি ছিল ভিন্ন। অ্যাওয়ে ম্যাচে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে আসলেও আত্মবিশ্বাস হারায়নি বার্সা। দ্বিতীয় লেগে লুইস সুয়ারেজ ও কুরজাওয়ার আত্মঘাতী গোলের মাধ্যমে শুরু। এরপর পেনাল্টি থেকে মেসি তৃতীয় গোল করলেও তাদের আশার পাল চুরমার করে দেয় কাভানির গোল। কিন্তু নেইমার পেনাল্টি ও ফ্রি কিক থেকে দলকে এনে দেন পঞ্চম গোল। দুই লেগ মিলে ৫-৫ সমতা হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে পিএসজি। এ সময় আবির্ভাব হয় সার্জিও রবার্তো। একদম শেষ মুহূর্তে নেইমারের পাস থেকে করেন জয়সূচক গোল। রূপকথার গল্প লিখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বার্সেলোনা।
পর্তুগালের লিসবনে গত পরশু রাতে গ্রিসের ফরোয়ার্ড ভাঙ্গেলিস পাভলিদিসের গোলে প্রথমে পিছিয়ে পড়া। রবার্ট লেভানোদোভস্কির পেনাল্টি গোলে ১-১ সমতা। এরপর প্রথমার্ধে আরো দুই গোল করে পাভলিদিস হ্যাটট্রিকে পূর্ণ করলে ৩-১-এ এগিয়ে যায় বেনফিকা। মনে হচ্ছিল গ্রিক রূপকথায় স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সা। ৬৪ মিনিটে রাফিনহার গোলে ৩-২ করার ৪ মিনিট পর রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলে আবার হতাশা বেড়ে যায় বার্সার। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল লেভানোদোভস্কির। ৮৬ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ৪-৪-এ সমতা। প্রবল বর্ষণের রাতে শেষ পর্যন্ত বার্সেলোনার জয়ের নায়ক রাফিনহা। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে জয়সূচক গোল রাফিনহার। এ জয়ে সরাসরি শেষ ষোলোতে খেলাও নিশ্চিত হলো হান্সি ফ্লিকের দলের।
নতুন আঙ্গিকের এই লিগে ১০ জনের লিলকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে লিভারপুল। সাত ম্যাচ খেলে সবগুলোই জিতল আর্না স্লটের দল। অ্যানফিল্ডে গতকাল ঢিমেতালে শুরুর পর মোহাম্মদ সালাহর আচমকা এক গোলে এগিয়ে যায় অল রেডরা। এরপর ১০ জনের দলে পরিণত হয়ে জোনাথন ডেভিডের গোলে সমতায় ফিরে চমক দেখায় লিল। পাঁচ মিনিট পরই হার্ভে এলিয়টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল। সাত ম্যাচের সবক’টি জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশ ক্লাবটি।
এদিন অ্যাস্টন ভিলাকে ১-০তে হারিয়েছে মোনাকো। স্ট্রমগ্রাজকে নিজেদের মাঠে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আটালান্টা। দুই দলের দুই লাল কার্ডের ম্যাচে লেভারকুজেনকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাব বুর্গের মাঠে গোলশূন্য ড্র করে জুভেন্টাস। রেড স্টার বেলগ্রেড থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে ১০ জনের দল পিএসভি। বুরুশিয়া ডর্টমুন্ডকে নিজ মাঠে ২-১-এ হারিয়েছে বোলোগনা। স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে ৩-১ জয় পেয়েছে স্টুটগার্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা