রোনালদোর সেঞ্চুরি সালাহর ফিফটি
- ক্রীড়া ডেস্ক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
মোহাম্মদ সালাহ এখনো খেলছেন ইংলিশ লিগের ক্লাব লিভারপুলে। অন্যদিকে ইংলিশ লিগের পর্ব শেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠিকানা এখন সৌদি প্রো-লিগে। ফলে সালাহদের ক্লাব ফুটবলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা অব্যাহত থাকলেও রোনালদোর দৌড় এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত। পরশু রাতে দুই গ্রেট ফুটবলারই মাইলফলক স্পর্শ করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইল ফলক স্পর্শ করা হয়েছে সালাহর । আর রোনালদো করেছেন সৌদি প্রো-লিগে গোল আর অ্যাসিস্টের সেঞ্চুরি।
পরশু ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে ২-১ এ ম্যাচ জিতেছে লিভারপুল। এতে ৩৪ মিনিটে গোল করেন সালাহ। লিভারপুলের জার্সি গায়ে মিসরীয় ফরেয়োর্ডের এটি ৫০তম গোল। দুই বছরে ক্লাবটির হয়ে ১০০ এর মাইলফলক স্পর্শ করেন এই পর্তুগিজ তারকা। পরশু রাতে প্রো-লিগ আল খালিজের বিপক্ষে দলের ৩-১ গোলের জয়ে রোনালদো বল জালে পাঠান দুইবার। ৬৫ মিনিটে তার প্রথম গোলেই দারুণ এক কৃর্তি। ক্লাবটির হয়ে ১০০ গোলে অবদান। তা গোল করে এবং করিয়ে। আল নাসরের হয়ে ৯২ ম্যাচে তিনি গোল করেছেন ৮২টি। আর জোগানদাতা ১৮ গোলে।
ইনজুরি টাইমে অপর স্কোর করে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৯১৯ গোল তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা