২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সেমিতে সিনার

-

কার্লোস আলকারাজের বিদায় হয়েছে নোভাক জোকোভিচের কাছে হেরে। ড্যানিল মেদভেদেভও ছিঠকে গেছেন। ফলে অস্ট্রেলিয়ার ওপেনে জোকোভিচকে চ্যালেঞ্জ জানানোর মতো যোগ্য প্রতিপক্ষ এখন জেনিক সিনার ও আলেকজান্ডার জাবেরেভ। কাল কোয়ার্টার ফাইনাল জিতে জোকোভিচের মনে আতঙ্ক ছড়ানোর জন্য টিকে আছেন সিনার। বিশ্ব টেনিসের পুরুষ এই এক নম্বর তারকা এবং গত বছর ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়া সিনার গতকাল সরাসরি সেটেই জিতেছেন ডি মিউনারের বিপক্ষে। তিন গেমে স্কোর ছিল ৬-৩, ৬-২ ও ৬-১। শেষ আটের অপর ম্যাচে যুক্তরাস্ট্রের বেন সেলটন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়েছেন ইতালির লরেঞ্জো সেনেগোকে। এই প্রথম আসরের সেমিতে উঠা সেলটন ম্যাচে জেতেন ৬-৪, ৭-৫, ৪-৬ ও ৭-৬ এ। ফলে আগামীকাল সেমিতে জোকোভিচ খেলবেন জাবেরেভের সাথে। আর সেলটনের প্রতিপক্ষ সিনার।

গত পরশু ইনজুরির সাথে লড়াই করতে করতে হারতে হয়েছিল আলকারাজকে। কাল মনে হচ্ছিল সিনারের বিপক্ষে ইনজুরির সুবিধা নিয়ে জিতেই যানে মিনাউর। তবে প্রচণ্ড মানসিক শক্তিই সিনারকে দিয়েছে বিজয়ের হাসি। অসুস্থতার জন্য ২০ মিনিটের বিরতিতে যেতে হয় তাকে। তখন চেয়ারে বসে মাথা ঝাঁকিয়ে হতাশাই প্রকাশ করছিলেন। তবে এরপর সুস্থ অনুভব করায় ম্যাচে ফিরে আসে তুলে নেন জয়।

 


আরো সংবাদ



premium cement