আফগান ম্যাচ বর্জন চান না বাটলার
- ক্রীড়া ডেস্ক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
আফগানিস্তানে ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরে তালেবানরা। এরপর থেকে দেশটিতে নারীদের রুদ্ধ করে রাখার পদক্ষেপ নেয়। নিষিদ্ধ হয় তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। সীমিত করা হয় সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ। পুরোপুরি নিষিদ্ধ করা হয় খেলাধুলায়। এসব কারণে আফগানদের সাথে দুই দফায় দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। শুধু বৈশ্বিক আসরে আফগানদের সাথে খেলছে তারা। অস্ট্রেলিয়ার এবার যোগ দেন ইংল্যান্ডে লেবার পার্টির সাংসদ টোনিয়া অ্যান্টোনিয়াজি। তিনি কিছুদিন আগে ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গুল্ডকে অনুরোধ করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সাথে ম্যাচটি যেন তারা বর্জন করেন। ইসিবি রাজি হয়নি, তার সাথে একমত বাটলারও। আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করতে পারছেন জস বাটলার। তালেবান শাসনের বিরূপ প্রভাব নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করেছেন। এ বিষয়ে বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ বর্জন করাকে সমাধানের পথ মনে করেন না ইংল্যান্ড অধিনায়ক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা