ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয়
- ক্রীড়া প্রতিবেদক
- ২১ জানুয়ারি ২০২৫, ০১:৪৬
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ভেনু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল প্রতিশোধ নিয়ে তাদেরকে ৭ রানে হারিয়েছে ঢাকা।
টানা দুই ম্যাচ জিতে সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে সিলেটের ভক্ত-সমর্থকদের আশা হতাশায় রূপ নিতে সময় লাগেনি। টানা তিন ম্যাচ হারল আরিফুল হকের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। সাগরিকায় শেষ মুহূর্তে আশা জাগিয়েও সিলেট ৭ রানে হেরেছে ঢাকার কাছে। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে সিলেট পয়েন্ট তালিকার সপ্তমে। সমান ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ঢাকা। ঢাকার হাতে বাকি মাত্র তিন ম্যাচ।
১৯৭ রানের লক্ষ্যে নেমে সিলেট ৪.৩ ওভারে ২ উইকেট হারায় ৩২ রানে। দুই টপ অর্ডার ব্যাটার জর্জ মানসি (৩) ও জাকির হাসান (৮) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৮০ রানের জুটি গড়েন রনি তালুকদার ও অ্যারন জোনস। এই জুটি বিদায় নিলে ২ উইকেটে ১১২ রান থেকে মুহূর্তেই সিলেটের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১২৭ রান। হাতে ৬ উইকেট নিয়ে শেষ ২৭ বলে ৭০ রান প্রয়োজন হয় স্ট্রাইকার্সের।
পঞ্চম উইকেটে ১৯ বলে ৪২ রানের বিধ্বংসী জুটি গড়েন জাকের আলী অনিক ও আরিফুল। ১৩ বলে ২৮ রান করা জাকেরকে ফিরিয়ে ঢাকাকে ম্যাচে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের দরকার হয় ২৩ রান। হাতে ৫ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা সেই চূড়ান্ত ওভারের প্রথম তিন বলে ১২ রান তুলে সিলেট। শেষ ৩ বলে ১১ রান আর নেয়া হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস। ৪৪ বলে ৯ চারে দলের পক্ষে সবোচ্চ ৬৮ রান করেন রনি তালুকদার।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ঢাকা ক্যাপিটালস। শুরুটা টি-২০ সুলভ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৯৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪৮ বলে চারটি করে চার-ছক্কায় ৭০ রান করেন লিটন দাস। সিলেটের শিনওয়ারি, টিপু সুলতান দুটি করে উইকেট পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ব্যাটিংয়ে ছয়ে নেমে ১৭ বলে ৩টি করে ছক্কা ও চারে করেছেন ৩৭ রান। পেরেরার পাশাপাশি মোস্তাফিজ ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৪৬টি।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ক্যাপিটালস : ১৯৬/৬ (তানজিদ ২২, লিটন ৭০, সাব্বির ২৪, পেরেরা ৩৭, শাফি ৪*, সুমন ১/৪৭, টিপু ২/২৬, শিনওয়ারি ২/২৭)।
সিলেট স্ট্রাইকার্স : ১৮৬/৭ (রনি ৬৮, জোন্স ৩৬, জাকের ২৮, আরিফুল ২৯, মোসাদ্দেক ১/১৬, মোস্তাফিজ ২/৪৬, মুকিদুল ১/৩১, পেরেরা ২/৩১)।
ফল : ঢাকা ক্যাপিটালস ৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : থিসারা পেরেরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা