০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

কোয়ালিফাইয়ের আত্মবিশ্বাস কাবরেরার

‘হামজার সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না স্থানীয়দের’
-

প্রায় দেড় বছরের জন্য নতুন চুক্তিতে আবদ্ধ হাভিয়ার কাবরেরা। এই স্প্যানিশ কোচের ২০২৩-২৪ বছরটা দারুণ কেটেছে লাল-সবুজ জার্সিধারীদের সাথে। এবার বাংলাদেশ দলে তার প্রথম মিশন মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের বাছাই পর্ব। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। এরপর আছে সাফ ফুটবল। কোচ কাবরেরার মতে, খুবই গুরুত্বপূর্ণ এই বছর। তবে বাংলাদেশের সুযোগ আছে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে ওঠা। যদিও তা কঠিন। কারণ একটি মাত্র দল প্রতি গ্রুপ থেকে যাবে।
বাফুফে এখন ঠিক করেনি কবে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কাবরেরা চান চার সপ্তাহের জন্য জাতীয় দলের ট্রেনিং। উদ্দেশ্য অতীতের মতো সৌদি আরবে গিয়ে দলকে অনুশীলন করানো। গতকাল বাফুফেতে মিডিয়ার সাথে কথা বলার সময় এই কোচের বক্তব্য, ‘এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। গ্রুপটা বেশ কঠিন। তবে এই দলগুলোর সাথে টেক্কা দিয়ে চূড়ান্ত পর্বে যাওয়া সম্ভব। এ জন্য আমি ভারতের সাথে প্রথম ম্যাচের দিকে তাকিয়ে। সেই ম্যাচের পর পরিষ্কার হবে আমাদের অবস্থান।’ তিনি জোর দিয়েই বলেন, ভারতকে হারানোই আমাদের প্রথম টার্গেট।
গত কয়েক বছরে বাংলাদেশ ভালো করছে হোম ম্যাচে। সেই উদাহরণ টেনে কাবরেরা বলেন, আমরা অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের সাথে হোমে বেশ ভালো খেলেছি। এবারো সেই ধারা অব্যাহত রাখতে চাই।’ এবারের বাংলাদেশ দলে বড় চমক হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার মার্চে খেললে তিনি হবেন লাল-সবুজ জার্সিতে প্রথম হাই প্রোফাইলের ফুটবলার। তা উল্লেখ করে বাংলাদেশ কোচ জানান, এখনো হামজার সাথে আমার কথা হয়নি। সে অনেক উঁচু মানের খেলোয়াড়। তবে তার সাথে মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না বাংলাদেশী স্থানীয় ফুটবলারদের।
এবারের জাতীয় দলে বেশ কয়েকজন নতুন মুখ চান্স পেতে পারেন। পুরনো জীবনও ফিরে আসতে পারেন। তবে লিগের শুরুতে গোল পেলেও পরে আর ফর্মে না থাকা আল আমিনকেত নাও ডাকতে পারেন। তার মুখে রাকিব, ইব্রাহিম, শাহরিয়ার ইমন ও পিয়াস নোভার প্রশংসা। কাবরেরার মতে, এবার দেশী স্ট্রাইকাররা গোল পাচ্ছেন। ঢাকা আবাহনী সম্পূর্ণ দেশীদের নিয়েই ভালো করছে। এটা খুবই ইতিবাচক দিক।

 


আরো সংবাদ



premium cement
আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে দুদকের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত প্রিন্স আগা খান চতুর্থ আর নেই

সকল