০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

অসুস্থতার সাথে ম্যাচও জয় সিনারের

-

গ্রীষ্মের প্রখর রোদে রড লেভার এরিনাতে নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না জেনিক সিনার। ১-১ সমতায় দুই সেট পর যখন বাধ্য হয়ে চিকিৎসার বিরতিতে গেলেন, তখন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা এই টেনিস তারকার হাত প্রচণ্ড কাঁপতে দেখা যায়। ছেলেদের এককে ডেনমার্কের হলজার রুনের বিপক্ষে গতকাল শরীরের সাথে এক রকম যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছেন ২৩ বছর বয়সী এই টেনিস তারকা। ডেনিশ খেলোয়াড় রুনেকে ৬-৩, ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারানো এই ইতালিয়ান শেষ আটে লড়বেন। সেখানে তার প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডে অ্যালেক্স মিচেলসনকে হারানো অ্যালেক্স ডি মিনাউর। যুক্তরাষ্ট্রের মিচেলসনের বিপক্ষে ০-৬, ৬-৭ (৫-৭) ও ৩-৬ সেটে জিতেছেন অসি টেনিস তারকা মিনাউর।
মেয়েদের এককে এলিনা সাভিতোলিনা ও ইগা সোয়েটেকের মধ্যে কোয়ার্টার ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই দেখা যেতে পারে। দু’জনই প্রতিযোগিতার এবারের আসরে দাপট দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছেন । চতুর্থ রাউন্ডে গতকাল ভেরোনিকা কুদেরমেতোভাকে হারিয়েছেন ইউক্রেনিয়ান সাভিতোলিনা। আর পাঁচবারের গ্র্যান্ডসø্যাম জয়ী সোয়েটেক একতরফা লড়াইয়ে জার্মানির ইভা লাইসকে হারিয়েছেন। এ দিকে এবারের মৌসুমে অঘটনের জন্ম দেয়া লার্নার তিয়েনের স্বপ্নের যাত্রার ইতি ঘটেছে। ইতালির লরেঞ্জো সনেগোর কাছে ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-১ গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন ১৯ বছর বয়সী এই আমেরিকান।


আরো সংবাদ



premium cement