শুরুতেই হোঁচট জ্যোতিদের
- ক্রীড়া প্রতিবেদক
- ২১ জানুয়ারি ২০২৫, ০১:৪৪
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ছিল বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো। সেই যাত্রায় শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ ১৬৩ রান যোগ করেন। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১৬ চারে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটা তার অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ১০ ওভারে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার (৪২), মুর্শিদা খাতুন (৪০) ও সোবহানা মোস্তারি (৩৫)।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আজ দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৫০ ওভারে ১৯৮/৯ (ফারজানা ১০, মুর্শিদা ৪০, শারমিন ৪২, নিগার ১৪, সোবহানা ৩৫, স্বর্ণা ২৯, রাবেয়া ১, নাহিদা ৯, সুলতানা ২, মারুফা ৫*; ডট্টিন ৩/৪০, অ্যালেইন ২/২২)।
ওয়েস্ট ইন্ডিজ : ৩১.৪ ওভারে ২০১/১ (ম্যাথিউস ১০৪*, জোসেফ ৭০, ক্যাম্পবেল ১৪*, রাবেয়া ১/৩৮)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী। সিরিজ : তিন ম্যাচ সিরিজ ১-০তে এগিয়ে ক্যারিবীয়রা। ম্যাচ সেরা : হেইলি ম্যাথিউস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা