জয়ে বিশ্বকাপ শুরু সুমাইয়াদের
- ক্রীড়া প্রতিবেদক
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫, আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ২২:১৭
নেপালকে পাঁচ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। দলটির শক্তির জায়গা বোলিং, দুর্বলতা ব্যাটিংয়ে। গত কিছুদিনে বারবার যা ফুটে উঠেছে। মূল আসরেও তা দেখা গেল আরেকবার। জয়ের স্বস্তি থাকলেও ব্যাটিংয়ের দুর্ভাবনা রয়েই গেল সুমাইয়া বাহিনীর।
টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। জান্নাতুল মাওয়া-ফাহমিদা ছোঁয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৫২ রানে অলআউট হয় নেপাল। পাঁচ উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখে নেপালের দেয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সুমাইয়া বাহিনী। গতকাল অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়েছে এই গ্রুপে থাকা স্কটল্যান্ডকে। প্রথম ব্যাট করে ১৫.১ ওভারে ৪৮/১০ করে স্কটিশ মেয়েরা। জবাবে ৬.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় অসিরা।
লক্ষ্যটা বড় না হলেও ১১ রানে বাংলাদেশের তিন উইকেট নিয়ে শুরুতে বড়সড় ধাক্কা দেয় নেপালের বোলাররা। তিন টপঅর্ডার সুমাইয়া আক্তার সুবর্ণা (২), ফাহমিদা ছোঁয়া (১) ও প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি করা জুয়াইরিয়া ফেরদৌস (২) পৌঁছতে পারেননি দুই অঙ্কের ঘরে। চারে নেমে সাদিয়া ইসলামের ১৬ ও পাঁচে নেমে অধিনায়ক সুমাইয়ার ১২ রানের সৌজন্যে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। বাকি কাজ সারেন আফিয়া আসিমা ইরা (৯*) ও জান্নাতুল মাওয়া (৫*)। নেপালের পূজা মাহাতো, রচনা চৌধুরী, রিয়া শর্মা ও সীমানা কেসি একটি করে উইকেট নেন।
তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নেপালের দুই ব্যাটারই শুধু দুই অঙ্কের ফিগারে পৌঁছতে পেরেছেন। ওপেনার সানা প্রবীণ ১৯ ও সীমানার ব্যাট থেকে আসে ১০ রান। পাঁচ ব্যাটার ফিরেছেন রান আউট হয়ে। মাওয়া চার ওভারে ১১ রানে দুই উইকেট, ছোঁয়া, আনিসা আক্তার সোবা ও নিশি আক্তার একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনূর্ধ্ব-১৯ : ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; নিশিতা ১/১৩, ছোঁয়া ১/৭, আনিসা ১/৬ ও জান্নাতুল মাওয়া ২/১১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৩.২ ওভারে ৫৩/৫ (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল মাওয়া ৫*; রচনা ১/১৬, রিয়া ১/১০, সিমানা ১/১০, পুজা ৩/১১)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাঁচ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জান্নাতুল মাওয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা