আবাহনীর জয় বসুন্ধরার ড্র
রহমতগঞ্জ ০-১ ঢাকা আবাহনী, ফর্টিস ১-১ বসুন্ধরা- ক্রীড়া প্রতিবেদক
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। গতকাল নিজ মাঠে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই হারের বদলা নেয়ার সুযোগ ছিল টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের। ম্যাচে লিডও নিয়েছিল ভ্যালেরিও তিতার দল। কিন্তু এবারেও দেশ সেরা ক্লাবটিকে জিততে দেয়নি ফর্টিস। কিংস এরিনায় দুই দলের ম্যাচ ১-১ এ ড্র হয়। দিনের অন্য ম্যাচে অবশ্য পেনাল্টি মিসের পরও জয়ের দেখা পেয়েছে ঢাকা আবাহনী। ১-০ গোল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে বহাল রেখেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান। ৮ খেলায় ১৯ পয়েন্ট তাদের। রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে তিনে আছে। অন্য দিকে বসুন্ধরা কিংসের পয়েন্ট এখন ১৪। অবস্থান করছে ৪ নম্বরে। আর ফর্টিস ৮ পয়েন্টে আছে ছয়ে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনীকে এগিয়ে নেন শাকিল হোসেন। কর্নার থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের ডিফেন্ডাররা। সেই বল বক্সের কোনায় চলে আসে শাকিল হোসেনের কাছে। সেখান থেকে নেয়া তার ডান পায়ের কোনাকুনি শটে পরাস্ত রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। ৬৮ মিনিটের ঘটনা এটি। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মারুফুল হকের দল। বক্সে তাজউদ্দিনের ফাউলের শিকার হন মাহাদী ইউসুফ। রেফারির দেয়া পেনাল্টি থেকে ইব্রাহিম যে শট নেন তা চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর পুরান ঢাকার দল সমতার সুযোগ পেয়েও কাছে লাগাতে পারেনি। ৭৮ মিনিটে মেরাজ হোসেনের পাস থেকে স্যামুয়েল বোয়েটাং পারেননি বল জালে পাঠাতে।
ফেডারেশন কাপে আবদুল্লাহর গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল ফর্টিস। কাল এই মিডফিল্ডারের গোলে বসুন্ধরার কাছে হার এড়ায় মাসুদ পারভেজ কায়সারের দল। ১১ মিনিটে মিগুয়েল ফিগেইররো নেয়া কর্নার থেকে হেডে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন তপু বর্মণ। এরপর ৬৩ মিনিটে কামাচি মামরার পাস থেকে ফর্টিসের সংশ্লিষ্টদের উল্লাসে মাতান মোহাম্মদ আবদুল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা