১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

যাত্রা শুরু নতুন খেলা ল্যাক্রোসের

-

বাফুফের টার্ফে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিছু খেলোয়াড়। এদের হাতে হকি স্টিকের মতো লাঠি। সেই লাঠির মাথায় টেনিসের র‌্যাকেটের মতো। সেই র‌্যাকেটে নেট লাগানো। খেলোয়াড়রা সেই নেটে বল ঢুকিয়ে দৌড়ে গিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠাচ্ছে। গত পরশু থেকে শুরু হওয়া প্রথম জাতীয় এই ল্যাক্রোসে পুরুষ ও নারী বিভাগে চারটি করে দল। পুরুষদের বিভাগে খেলছে বাংলাদেশ পুলিশ, নারায়ণগঞ্জ, ঢাকা ও সেন্ট অ্যাঞ্জেলস। নারী বিভাগে লড়ছে শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও সেন্ট অ্যাঞ্জেলস দল। ক্রিকেট, হকি, ব্যাডমন্টিন, ফুটবল, হ্যান্ডবল এই পাঁচ খেলার সংমিশ্রণে এই খেলা। এ বছরই হংকংয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ল্যাক্রোস টুর্নামেন্ট। সেখানে দল পাঠাানোর পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোশাররফ হোসেন। তার লক্ষ্য, যেহেতু ল্যাক্রোস অলিম্পিক ইভেন্ট তাই ২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কোয়ালিফাই করা। প্রথম এই আসরে অংশ নিতে আসা শারীরিক শিক্ষা কলেজের ছাত্রী লিপি আক্তার জানান, এই খেলার সাথে ক্রিকেটের সম্পৃক্ততা আছে। ইডেন কলেজের ছাত্রী নিপার মতে, এই খেলার সাথে বাস্কেটবলের টাইমিংয়ে সম্পর্ক আছে। সাথে ক্রিকেট ও হ্যান্ডবলের মিলও। ইডেন কলেজের আরেক খেলোয়াড়ের মতে, ভিন্ন এই খেলাকে আমার কাছে বিপজ্জনকই মনে হচ্ছে।
নতুন খেলা। তাই ম্যাচের সময়ই বিভিন্ন নিয়ম কানুনের হাতে কলমে শিক্ষা দিতে দেখা গেল কোচ কাম রেফারি জাপানের ক্রিস জিনোকে। তিনি একই সাথে এশিয়া প্যাসিফিক ল্যাক্রোস ইউনিয়নের সদস্য। তার মতে, বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে দারুণ সম্ভাবনা আছে। তবে তাদের জন্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলাটা বেশ কঠিন। কারণ এশিয়া থেকে ৬ বা ৮ দল অলিম্পিকে কোয়ালিফাই করে।


আরো সংবাদ



premium cement

সকল