১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

পাওনা পেয়েই আরো দুর্বার রাজশাহী

সামনের দিকে শরীর ফেলে দুর্দান্ত ক্যাচ নিচ্ছেন দুর্বার রাজশাহীর এনামুল : ইন্টারনেট -

ঢাকা ক্যাপিটালসের কাছে আগের ম্যাচে ১৪৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত দলটি এবার ঘুরে দাঁড়াল দুর্বার গতিতে। সিলেট পর্বের সেই পরাজয়ের পর চট্টগ্রামে এসেই অস্বস্তিকর সময় পার করে প্রথম দিন তো অনুশীলনই করেনি দুর্বার রাজশাহী। টাকা টাকা করে গত পরশু সারা দিন পার করে রাতে টিম হোটেলে পাওনা মেটানো শুরু। গতকালও মেটানো হয়েছে কিছু। এরপর দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমে ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফম্যান্স দেখাল দুর্বার রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে দুই দলের প্রথম দেখায় আরিফুল হকের দলকে ৬৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো এনামুল হকের দল। ম্যাচসেরা হন সানজামুল ইসলাম।

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় লড়াইও জমাতে পারল না সিলেট। ব্যাটিং ব্যর্থতায় ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় আরিফুল হকের দল। দুই ওপেনারের ব্যর্থতার পর মিডল অর্ডারে কিছুটা লড়াই করেছেন জাকির হাসান, উইকেটরক্ষক ব্যাটার জর্জ মুনসে ও শেষের দিকে জাকের আলী। জাকিরের ব্যাট থেকে আসে ৪টি বাউন্ডারি ও ২ ছক্কায় ২৮ বলে ৩৯। ২২ বলে ২০ রান করেন মুনসে। শেষ দিকে ২০ বলে ৩টি ছক্কার সাহায্যে ৩১ রানের ইনিংসে খেলেন জাকের আলী। তিন ব্যাটারের ব্যাটে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে সিলেট। রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম ৩টি, দু’টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আলম।

টস জিতে এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে দুর্বার রাজশাহী। দলের কোনো ব্যাটার ফিফটির দেখা না পেলেও রান পেয়েছেন প্রথম পাঁচ ব্যাটারই। ইনিংসের শুরুটা অবশ্য ভালোই ছিল এনামুল হকের দলের। উদ্বোধনী জুটিতে ৩.১ ওভারে ২৯ রান আসার পর ব্যক্তিগত ১৯ রান প্রথমে বিদায় নেন মোহাম্মদ হারিস। অষ্টম ওভারে আরেক ওপেনার জিশান আলমও ফেরেন ১৮ বলে ২০ রান নিয়ে। রুয়েল মিয়ার বলে আউট হওয়ার আগে এনামুল হকের ব্যাট থেকে আসে ২২ বলে ৩২ রান। ইয়াসির আলী করেন ১০ বলে ১৯। রাজশাহীর ইনিংসে সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের রায়ান বার্লের। উইকেটে সেট হলেও বার্ল শেষ পর্যন্ত ২৭ বলে ৪১ করে বিদায় নেন নিহাদুজ্জামানের বলে আরিফুল হকের তালুবন্দী হয়ে। ১৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন আকবর আলী। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।

 


আরো সংবাদ



premium cement