১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বাংলাদেশের প্রতিপক্ষ আজ নেপাল

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ
-


এশিয়া কাপের গত আসরে ফাইনালে খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল যুবা মহিলারা। এশিয়া কাপের ব্যর্থতার পর এখন সেই দলটিই বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ বলে সবারই একটু বেশি চাওয়া থাকবে সুমাইয়া আক্তারদের কাছে। বাস্তবে তা কতটুকু সম্ভব হবে, তা সময়ই বলে দেবে। তবে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়, যা প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে সবার। তাই সবারই চাওয়া, অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে যেন ভালো করে যুবা টাইগ্রেসরা। এই মিশনে আজ মালয়েশিয়ায় বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ১৬ দলের এই আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচের প্রতিপক্ষ নেপাল ছাড়াও এই গ্রুপে আছে স্কটল্যান্ড ও শক্তিশালী অস্ট্রেলিয়া।
টি-২০ সংস্করণের এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে যুবা টাইগ্রেসরা। লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হারের পরও সিরিজটি ২-২ সমতা নিয়ে ফিরেছে বাংলাদেশ।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৬ দলকে নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারো চার গ্রুপে ১৬টি দল অংশ নেবে।

গ্রুপের ম্যাচে বাংলাদেশের বড় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তাই এবার অস্ট্রেলিয়াকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ। ২০ জানুয়ারি সেই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগ্রেসরা। গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে।
এবার চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল ও ২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-২০ বিশ্বকাপের।
টি-২০ বিশ্বকাপ আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছিলেন, আমরা ম্যাচ বাই ম্যাচ সামনে এগোতে চাই। আমাদের দলটা অনেক ভালো। দলের শক্তির জায়গা কোনটি আমরা তা জানি। সুতরাং নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে আশা করছি।
মালয়েশিয়ার বেইউমাস ওভালে লো স্কোরিং উইকেটে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এটি সাধারণত বোলারদের পক্ষে কথা বলে। সুবিধা পাবে পেসার ও স্পিনাররা। এখানে গড় স্কোর ১২০ এর মধ্যেই থাকে, যা কি না ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। মেঘলা আবহাওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


আরো সংবাদ



premium cement