১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ব্রাদার্সও থামাতে পারেনি মোহামেডানকে

ব্রাদার্স ০-১ মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ১-০ পুলিশ, ইয়ংম্যান্স ৪-১ ওয়ান্ডারার্স
গোল করার পর মোহামেডানের খোলোয়াড়রা : বাফুফে -

বিগ ম্যাচগুলোর আগেই সফল সমাপ্তি মোহামেডানের। তবে এবারের দলবদলের পর ব্রাদার্স ইউনিয়নও বড় দলের মর্যাদাধারী। মাঠের রেজাল্টও তাদের পক্ষে কথা বলছে। তবে গতকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স বাধা হতে পারেনি সাদা-কালোদের জন্য। যদি গোপীবাগের দলটি জিততে পারতো তাহলে দ্বিতীয় স্থানে উঠে আসতো, তা আর হতে দেয়নি ছুটতে থাকা আলফাজ আহমেদের দল। ওমর সিসের দলকে ১-০ গোলে হারিয়ে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় পেয়েছে মোহামেডান। এতে ২৮ পয়েন্ট পেয়ে সবার ওপরে মতিঝিল ক্লাবপাড়ার দলটি। অন্য দিকে হারের ফলে চারেই আটকা ১৪ পয়েন্ট পাওয়া ব্রাদার্স। কাল অন্য ম্যাচগুলোতে দুই প্রতিবেশী ও প্রিমিয়ারে নবাগত দুই দলের লড়াইয়ে ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। আর লিগের প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। পুলিশের বিপক্ষে তাদের ১-০ গোলের জয় এবারের লিগের বড় চমকই।

ব্রাদার্সকে হারাতে ১২ মিনিটেই গোল পায় মোহামেডান। জুয়েলের পাস থেকে এ গোল করেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। ফলে ম্যাচসেরাও তিনি। এরপর প্রথমার্ধের শেষ সময়ে এ জুয়েল ব্যবধান দ্বিগুণ করতে পারেননি সোলেমান দিয়াবাতের পাসে। বলটি রুখে দেন ব্রাদার্সের শেষ প্রহরী আশরাফুল ইসলাম রানা। ৫৬ মিনিটে সানডেও ব্যর্থ দলের পক্ষে দ্বিতীয় গোল করতে। ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ব্রাদার্সও। ম্যাচের শেষ দিকে সিকেসেনের প্রচেষ্টা ব্যর্থ হয়। ফাঁকা পোস্টে বল জালে পাঠাতে পারেননি। এর আগে প্রথমার্ধে সুশান্তও পারেননি কমলা রঙের জার্সিধারীদের খেলায় ফেরাতে।
ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে ৫৪ মিনিটে ফাহিম মোর্শেদের গোলে পুলিশকে হারায় চট্টগ্রাম আবাহনী। প্রথম জয়ে বন্দরনগরীর দলটির প্রথম পয়েন্টের দেখা। তবে অবস্থান সেই দশমই। অন্য দিকে হেরে ৭ পয়েন্ট নিয়ে সাতে আছে পুলিশ।
রেলিগেশন এড়ানোর জন্য মূল লড়াইটা হচ্ছে ইয়ংম্যান্স, ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে। টিকে থাকার এ সংগ্রামে কাল ইয়ংম্যান্স সুবিধাজনক অবস্থানের চলে গেছে। ওয়ান্ডারার্সের বিপক্ষে পাওয়া জয়টি তাদের লিগে দ্বিতীয়। ৬ পয়েন্টে রয়েছে অষ্টমে। ইয়ংম্যান্সের পক্ষে ১৭ মিনিটে রাফায়েল টুডু, ৪৯ মিনিটে ইভগেনি কোচরেভ, ৭০ মিনিটে সরদার জাকমনভ ও ৮৩ মিনিটে আকবির তুরায়েভ পেনাল্টিতে গোল করেন। ওয়ান্ডারার্সের সাকিব ব্যাপারী ৯৩ মিনিটে কমান ব্যবধান।

 


আরো সংবাদ



premium cement