চট্টগ্রাম আবাহনীর পাশে তামিম ইকবাল
- রফিকুল হায়দার ফরহাদ
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে একমাত্র চট্টগ্রামের দল চট্টগ্রাম আবাহনী। আগে চট্টগ্রাম মোহামেডান খেললেও ঢাকার ক্লাবগুলোর সিন্ডিকেটে পড়ে রেলিগেটেড হয়ে যাওয়ার পর আর ফেরেনি তারা। তবে এবার অবনমনের প্রবল ঝুঁকিতে বন্দর নগরীর আকাশী-নীল শিবির। ৮ খেলায় ৩ পয়েন্টে সবার নিচে অবস্থান। স্বাধীনতা কাপের সাবেক চ্যাম্পিয়ন দলটি এর আগে ফেডারেশন কাপে ড্র করেছিল ইয়ংম্যান্সের সাথে। এরপর গতকাল তারা পেল এবারের লিগে প্রথম জয়। এতে টিকে থাকার লড়াইয়ে পেয়েছে বড় প্রেরণা। চট্টগ্রামেরই সন্তান ক্রিকেটার তামিম ইকবাল। এবারের দলবদলের পর থেকেই ধুঁকছিল চট্টগ্রাম আবাহনী। দলের মূল কর্মকর্তারা কেউ হাল ধরেননি। ফলে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলিরা মিলে বিনা পয়সায় ফুটবলারদের নিয়ে দল গড়েন। তখন থেকেই চট্টগ্রামের সন্তান হিসেবে তামিম ইকবালকে দলের পাশে দাঁড়ানো অনুরোধ করেন মামুনুল ইসলাম। এখন তামিম ইকবাল দলটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। ২৫ জানুয়ারি কিংস এরিনায় ফর্টিস এফসির সাথে প্রথম পর্বের শেষ ম্যাচ চট্টগ্রাম আবাহনীর। মামুনুল জানিয়েছেন, তামিম সেদিন কিংস এরিনায় যাবেন চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দেখতে। এ মিডফিল্ডার আরো জানান, আমরা তামিমের কাছে কোনো টাকা পয়সা চাইনি। বলেছি চট্টগ্রামের ছেলে হিসেবে চট্টগ্রাম আবাহনীর দুঃসময়ে পাশে দাঁড়াতে।
গতকাল পাওয়া জয় অবশ্য এখন স্পন্সরদের কাছে বড় মুখ নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে মামুনুল, এমিলিদের। উল্লেখ্য, মামুনুল এখন ফর্টিসের খেলোয়াড় হলেও চট্টগ্রাম আবাহনীর নেপথ্য কর্মকর্তা। চট্টগ্রাম আবাহনীর মূল কর্মকর্তারা কোনো টাকা পয়সা না দিলেও কেন দল এবারের লিগে খেলে বাজে রেজাল্ট করছে এ নিয়ে তীর্যক মন্তব্য করছে। বর্তমানে ক্লাবটি চলছে মামুনুল, এমিলি, কোচ সাইফুর রহমান মনি, ছোট জালাল খ্যাত জালাল উদ্দিন, বাফুফে সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, সাবেক ফুটবলার জাকির হোসেন, আতাউর রহমানদের টাকায়। এদের দেয়া ২৫ লাখ টাকা দিয়ে এখন পর্যন্ত ক্যাম্প খরচ ও বিভিন্ন ভেনুতে খেলতে যাওয়ার খরচ নির্বাহ হচ্ছে। এ ক্ষেত্রে আসিয়ান সিটিও সহায়তা করছে। তাদের ভবন ব্যবহার করা হচ্ছে ক্যাম্প হিসেবে। সেজন্য কোনো টাকা দিতে হচ্ছে না।
এখন দলটি ফিরতি পর্বে আরো বিদেশী ও স্থানীয় কিছু ফুটবলার নিয়ে রেলিগেশন এড়াতে চায়, জানান কোচ মনি। সে ক্ষেত্রে তাদের গতকাল পুলিশের বিপক্ষে পাওয়া জয় বড় প্রেরণা হিসেবে কাজ করবে। উল্লেখ্য, চট্টগ্রাম আবাহনী লিগে অংশ নেয়ায় ৩৫ জন ফুটবলার এবারের লিগে খেলার সুযোগ পাচ্ছে। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো ভিন্ন পথে হাঁটলে এ ফুটবলারদের বাজে অবস্থায় পড়তে হতো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা