এন্দ্রিকে চড়ে শেষ আটে রিয়াল
- ক্রীড়া ডেস্ক
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
সময়ের সেরা তারকা-মহাতারকাদের নিয়ে গড়া গ্যালাক্টিকো দলে নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাওয়া যাচ্ছিল না। যখনই সুযোগ পেলেন, সেটার সদ্ব্যবহার করতে ভুল করলেন না এন্দ্রিক। কোপা দের রে’র শেষ ষোলোতে গত পরশু সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৫-২ গোলের জয়ে বদলি নেমে জোড়া গোল করেন এ ব্রাজিলিয়ান উঠতি তারকা। লস ব্লাঙ্কোসদের জার্সিতে চারমাস পর জালের দেখা পাওয়া এন্দ্রিক ঠিক সময়ে জ্বলে উঠে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল রিয়াল। ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও ৪৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোল। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল কার্লো অ্যানচেলোত্তির দল। এরপর সেল্টার এক ঝড়ে রিয়ালের জালে দুইবার বল পাঠিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। এরপরও ম্যাচের লাগাম নিজেদের কাছেই রাখে রিয়াল। ৭৯ মিনিটে বদলি নামা এন্দ্রিকের ১০৮ মিনিটে বুলেট গতির এক শটের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। চার মিনিট পর চোখ ধাঁধানো তীব্র গতির আরেক শটে ব্যবধান বাড়ান ফেদেরিকো ভালভার্দে। ১১৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৫-২ করেন এন্দ্রিক। রিয়ালের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে বদলি নেমে জোড়া গোল করার কীর্তি গড়েন ১৮ বছর বয়সী এ ফুটবলার।
শেষ ষোলোর ম্যাচে রিয়ালের উদ্ধারকর্তা এন্দ্রিক নিজের জোড়া গোল উৎসর্গ করেন অ্যান্টোনি রুডিগারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আজকে (গত পরশু) আমার গোল দু’টি অ্যান্টোনি রুডিগারের জন্য। আমার জন্য প্রতিটি দিন তিনি কি করেন, তিনি নিজেও জানেন তা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা